Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ায় সওজের চেক জালিয়াতি

প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক ও জনপথ বিভাগে সাড়ে ৫ কোটি টাকার চেক জালিয়াতির ঘটনায় সড়ক ও জনপথের কম্পিউটার অপারেটর আব্দুল আউয়ালকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে দুদক। রবিবার রাতে দুদক তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয়। জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর চেক জালিয়াতির মাধ্যমে সড়ক ও জনপথ বিভাগের কোষাগার থেকে সাড়ে ৫ কোটি টাকা লোপাটের চেষ্টা করা হয়। মাত্র ২৬ হাজার ৭’শ ৯০ টাকার বিপরীতে বিপুল পরিমাণ এই টাকার চেক জালিয়াতি হয়। ২০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী আবু এহতেশাম রাশেদ বাদী হয়ে কম্পিউটার অপারেটর আব্দুল আউয়াল সরকারের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা দায়ের করেন। কুমিল্লা সদর উপজেলার বজ্রপুরের মো: শরীফ আলমের মালিকানাধীন তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানের চেক ১৯ সেপ্টেম্বর জমা দেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্রাহ্মণবাড়িয়ায় সওজের চেক জালিয়াতি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ