মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফের প্রধান ক্রিস্টিন লগার্ডকে বহনকারী বিমান জরুরি অবতরণ করেছে আর্জেন্টিনায়। আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক লগার্ডকে বহন করছিল আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট। তিনি আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এয়ারসসের এজেইজা বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রে ফিরছিলেন। কিন্তু বিমানটি উড্ডয়নের পর আর্জেন্টিনার রাজধানী থেকে প্রায় ২০০ কিলোমিটার যাওয়ার পর কেবিনে চাপ কমতে থাকে (ড্রপ ইন কেবিন প্রেসার)। এ অবস্থায় বিমানটি ফেরত যায় এজেইজা বিমানবন্দরে। স্থানীয় পত্রিকা ক্লারিন অ্যান্ড লা ন্যাসিয়ন এবং স্থানীয় টেলিভিশন স্টেশন টিএন’কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এতে বলা হয়, জি-২০র অর্থ মন্ত্রীদের ও কেন্দ্রীয় ব্যাংকগুলোর প্রেসিডেন্টদের সঙ্গে বৈঠক করতে আর্জেন্টিনায় অবস্থান করছিলেন ক্রিস্টিন লগার্ড। এ বিষয়ে আইএমএফ মুখপাত্রের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায় নি। ওই ঘটনায় কারো কোনো ক্ষতি হয়েছে কিনা তাও জানা যায় নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।