Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা প্রশ্নে আইএমএফ প্রধান

অর্থনীতিতে নেতিবাচক প্রভাব হতে পারে ‘সামান্য’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা বুধবার বলেছেন, চীনে ছড়িয়ে পড়া ভাইরাসের কারণে বিশ্ব অর্থনীতির ওপর এর প্রভাবের কথা এখনই বলা যথেষ্ট আগাম হবে, তবে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির ওপর এর নেতিবাচক প্রভাব ‘সামান্য’ হতে পারে। চীনে নতুন করোনা ভাইরাস মহামারীতে নিহতের সংখ্যা ১,৩৫০ ছাড়িয়ে গেছে,তবে আশা করা হচ্ছে এই মাসের শেষের দিকে ভাইরাসের প্রভাব কমতে শুরু করবে। সিএনবিসি টেলিভিশনকে জর্জিয়েভা বলেন, আইএমএফ আশা করছে অর্থনৈতিক প্রভাব হবে ‘ভি আকৃতির’ ; এতে চীনের অর্থনীতিতে দ্রুত পতনের পর তা দ্রুত পুনরুদ্ধার হবে। তবে তিনি সতর্ক করে বলেন, ‘এ ধারণা যথেষ্ট আগাম’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইএমএফ প্রধান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ