Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রুশ তরুণীর মুক্তি দাবি ল্যাভরভের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মার্কিন যুক্তরাষ্ট্রে গুপ্তচরবৃত্তির অভিযোগ আটক একজন রুশ তরুণীকে অবিলম্বে মুক্তি দেয়ার আহŸান জানিয়েছেন। তিনি ওই নারীর বিরুদ্ধে আনীত অভিযোগকে ‘বানোয়াট’ বলে অভিহিত করেন। বিষয়টি নিয়ে কথা বলতে ল্যাভরভ শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’কে টেলিফোন করেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ওই টেলিফোনালাপে গুপ্তচরবৃত্তির অভিযোগে রুশ তরুণী মারিয়া বিউতিনার আটককে ‘অগ্রহণযোগ্য’ বলে বর্ণনা করেন ল্যাভরভ। গত ১৬ জুলাই মার্কিন বিচার বিভাগ ২৯ বছর বয়সি রুশ তরুণী মারিয়া বিউতিনাকে আটক করে। ওই বিভাগ দাবি করেছে, মার্কিন নীতি নির্ধারণে যেসব বিভাগ প্রভাব রাখে মারিয়া বিউতিনা সেইসব বিভাগের লোকজনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক তৈরি করে গুপ্তচরবৃত্তি করে আসছিলেন। আরটি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রুশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ