বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মুন্সিগঞ্জের মোক্তারপুর ব্রিজ থেকে নদীতে ঝাঁপিয়ে পড়া স্কুল ছাত্র মারুফ হোসেন রিয়াদের মরদেহ নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে উদ্ধার করেছে পুলিশ।শনিবার (২১ জুলাই) রাতে দু’দিন নিখোঁজ থাকার পর সোনারগাঁওয়ের চরকিশোরগঞ্জ এলাকার মেঘনা নদীতে ভাসমান অবস্থায় মেরদেহটি উদ্ধার করা হয়।
রিয়াদ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুছাপুর মিনারবাড়ি এলাকায় মিলন মিয়ার ছেলে। সে নারায়ণগঞ্জের বন্দর এলাকার এবিএম সামসুজ্জোহা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
জানা গেছে, মায়ের সঙ্গে অভিমান করে বুধবার (১৮ জুলাই) সকালে মামার বাড়ি মুন্সিগঞ্জের রতনপুর চলে যায়। সেখান থেকে ফেরার পথে বিকেলে মোক্তারপুর ব্রিজ থেকে স্কুল ব্যাগসহ নদীতে ঝাঁপ দেয় রিয়াদ। খবর পেয়ে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশ ব্রিজ এলাকা থেকে ওই ছাত্রের ব্যবহৃত ব্যাগটি উদ্ধার করলেও তাকে উদ্ধার করতে পারেনি। দু’দিন নিখোঁজ থাকার পর শনিবার রাতে সোনারগাঁওয়ের চরকিশোরগঞ্জ এলাকার মেঘনা নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম পিপিএম বলেন, নদীতে ঝাঁপিয়ে পড়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সোনারগাঁও থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।