গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর খিলগাঁওয়ে প্রাইভেটকারের ধাক্কায় মোস্তফা (৩২) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার সকালে খিলগাঁওয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তফা রাজধানীর বনানীর একটি কোম্পানির গাড়িচালক ছিলেন। তিনি খিলগাঁও এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
স্বজনদের বরাত দিয়ে খিলগাঁও থানার ওসি মশিউর রহমান জানান, সকালে বাসা থেকে বাইসাইকেল চালিয়ে খিলগাঁও অফিসে যাচ্ছিল মোস্তফা। পথে ওই এলাকায় দ্রুতগতির একটি প্রাইভেটকারের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।
মোস্তফাকে উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন তার মৃত্যু হয়। প্রাইভেটকারটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন বলে জানান ওসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।