Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদপুরে মোটর শোভাযাত্রা, সংঘর্ষ-ফাঁকা গুলি

চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

জাতীয় সংসদ নির্বাচন ঘিরে চাঁদপুরের রাজনৈতিক মাঠ গরম হয়ে ওঠছে। স্থানীয় সংসদ সদস্য ও মনোনয়ন প্রত্যাশীর সমর্থকদের মোটর শোভাযাত্রা নিয়ে উত্তেজনা এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৫ জন আহত হয়। অবস্থা বেগতিক দেখে উপজেলা চেয়ারম্যান ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। দু’ পক্ষের মধ্যে সংঘর্ষের কথা স্বীকার করে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল হক কামাল জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
গত শুক্রবার বিকেলে মতলব উত্তর উপজেলার আমুয়াকান্দা গ্রামে সংঘর্ষের ঘটনায় আহতরা হচ্ছেন: উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্লা, ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইলিয়াছ প্রধান, স্থানীয় গৃহিণী শিপাঙ্গ রাণী, রাজ ও আকলিমা। আহতদের মধ্যে তিনজন ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড সাধারণ জনগণের মাঝে তুলে ধরা এবং আগামী নির্বাচনে নৌকার পক্ষে প্রচারণার লক্ষ্যে মোটর শোভাযাত্রার অনুমতি চান চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় কৃষক লীগের অর্থ বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম খোকা পাটওয়ারী। কিন্তু একইদিন উপজেলার নন্দলালপুর, কালিপুর, ছেঙ্গারচর, নয়াবাজার, মোহনপুর, আমুয়াকান্দা বেড়িবাঁধসহ থানা এলাকায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি সভার কর্মসূচি ঘোষণা করে। এ কারণে মনোনয়ন প্রত্যাশী খোকা পাটওয়ারীকে মোটর শোভাযাত্রার অনুমতি দেয়া হয়নি।
এদিকে খোকা পাটওয়ারী মোটর শোভাযাত্রা বের না করলেও শুক্রবার সকাল ১১টায় ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার পুত্র সাজেদুল হোসেন চৌধুরী দিপুর সমর্থকরা মোটর শোভাযাত্রা বের করে। ওই শোভাযাত্রা আমুয়াকান্দা গ্রাম এলাকায় যাওয়ার পর ‘ধর-মার’ শ্লোগান দেয়ার এক পর্যায়ে আমুয়াকান্দা গ্রামের মনোনয়ন প্রত্যাশী খোকা পাটওয়ারীর সমর্থকরা লাঠিসোটা নিয়ে অবস্থান নিলে দু’ গ্রæপের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি বেগতিক দেখে মন্ত্রী মায়া চৌধুরীর সমর্থক উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমেদ মঞ্জু ফাঁকা গুলি ছোড়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। এ সময় অন্তত ৫ জন আহত হন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ মঞ্জু বলেন, কুলখানি অনুষ্ঠানে যাওয়ার পথে দেখি খোকা পাটওয়ারীর লোকজন ছেঙ্গারচর পৌরসভার মেয়র রফিকুল আলম জর্জসহ নেতা-কর্মীদের ওপর হামলা করছে। এ অবস্থায় পরিস্থিতি স্বাভাবিক করতে ফাঁকা গুলি ছুড়ি।
কেন্দ্রীয় কৃষক লীগের অর্থ বিষয়ক সম্পাদক চাঁদপুর-২ আসনে মনোনয়ন প্রত্যাশী আমিরুল ইসলাম খোকা পাটোয়ারী বলেন, আমি গত একমাস আগে মোটর শোভাযাত্রার কর্মসূচি ঘোষণা করি। কিন্তু ত্রাণমন্ত্রী ও তার ছেলের লোকজন আমাকে কোণঠাসা করে রেখেছে। জুমার নামাজ এক রাকাত পড়ার সময়ে তারা আমার বাড়িতে হামলা চালায়। ঐ সময়ে তারা কয়েকটি হিন্দু বাড়িতে হামলা-ভাংচুর এবং দোকানপাটে লুটপাট করে। উপরোন্ত আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল হক কামাল জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। হামলার ঘটনায় থানায় ক্ষতিগ্রস্থরা মামলা দায়ের করেছে।



 

Show all comments
  • এস এম সারফুদ্দিন শাওন ২২ জুলাই, ২০১৮, ১২:৪৯ এএম says : 0
    রফিকুল আলম জজের রাজনৈতিক জীবনটাই মনে হয় মাইর খাওয়ার জন্য।বেদনা দায়ক দুঃখ লাগে।মনে হচ্ছে একটু অতিরঞ্জিত হয়ে গেছে।আমিরুল ইসলাম খোকা নামে কেউ মতলবের মাটিতে ভুমিষ্ট হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বচনের আগে কেই জানত না।আজ অতি উৎসাহী নব্য আওয়ামী লীগ একটা সংকট ঘনিভূত করল।যাহা কাম্য ছিল না।হেদায়ত চাই।ঐক্যবদ্ধ মুজিব সৈনিক চাই।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন

২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ