Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘স্যালুট’-এ জুটি হবার জন্য বিবাদ মিটিয়েছেন কারিনা-শাহরুখ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

ভারতের প্রথম এবং একমাত্র নভোচারী রাকেশ শর্মার ভূমিকায় শাহরুখ খান অভিনয় করছেন এটা বেশ পুরনো খবর। সর্বশেষ খবর হল কারিনা কাপুর খান রাকেশের স্ত্রী মাধুর ভূমিকায় অভিনয়ের জন্য চুক্তি করেছেন। ‘বিরে দি ওয়েডিং’ মুক্তি পাবার পর এটি কারিনার সই করা দ্বিতীয় ফিল্ম। এর আগে তিনি করণ জোহরের প্রডাকশনের জন্য একটি চলচ্চিত্রে অক্ষয় কুমারের বিপরীতে কাজ করার জন্য সায় দিয়েছেন। শাহরুখ ও কারিনা শেষ ২০১১তে মুক্তিপ্রাপ্ত ‘রা.ওয়ান’ ফিল্মে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন। এক সূত্র বলেছে : একটি চলচ্চিত্রের জন্য সম্মানী এ ডেটসহ আরও অনেক বিষয় নিয়ে কাজ করতে হয়। তারপরই আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। ‘রা.ওয়ান’-এর পর শাহরুখ আর কারিনা জুটি হচ্ছেন এটাই তে বড় খবর। তার আগে সব মীশাংসা করা হয়েছে। কারিনা ‘স্যালুট’-এ অভিনয় করছেন, তিনি মাধুর ভূমিকা করবেন, যে পেশায় একজন ইন্টেরিয়র ডিজাইনার এবং রাকেশ শর্মার (শাহরুখ অভিনীত) স্ত্রী। কারিনা কাহিনী পছন্দ করেছেন এবং শাহরুখের সঙ্গে আবার কাজ করছেন বলে আনন্দ প্রকাশ করেছেন।” এর আগে আমির খান চরিত্রটি শাহরুখের জন্য নিখুঁত হবে বলে ‘স্যালুট’ ফিল্মটি নিতে অস্বীকৃতি জানান। ‘রা.ওয়ান’-এর পর কোনও অজানা কারণে শাহরুখ এবং কারিনার মাঝে দূরত্ব সৃষ্টি হয়। দুই তারকার কেউই এই বিবাদের কথা স্বীকার করেননি। ‘স্যালুট’-এর কাজ এই বছরের শেষে শুরু হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শাহরুখ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ