পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর সবুজবাগ মাদারটেক এলাকায় স্বামীর আঘাতে পারভীন আক্তার (৪০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সবুজবাগ এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। নিহতের ছেলে এ হত্যার জন্য বাবাকে দায়ী করলেও মেয়ের দাবি, মা আত্মহত্যা করেছেন। এ ঘটনায় ওই নারীর স্বামী অনজু মিয়াকে আট করেছে পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, স্থানীয়রা সন্ধ্যায় পারভীনকে অচেতন অবস্থায় উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই সময় তার গায়ে আঘাতের চিহ্ন ছিল বলে দাবি করেন স্থানীয়রা। সবুজবাগ থানার উপ পরিদর্শক (এসআই) শেখ শিবলু মিয়া বলেন, পারভীনের মাথা ও পিঠে আঘাত পাওয়া গেছে। বিষয়টি রহস্যজনক। কি কারণে তার মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, অনজুর সঙ্গে পরভীনের দ্বিতীয় বিয়ে। এর আগের সংসারে তার একটা ছেলে আছে। সেই ছেলে তার মাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন। তবে অনজুর সংসারের মেয়ে বলছেন, তার মা আত্মহত্যা করেছেন। পারভীনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।