Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এশিয়ান গেমস দলে মামুনুল থাকছেন না

দেশে ফিরল জাতীয় দল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

কাতারে দুই সপ্তাহের ফিটনেস এবং কন্ডিশনিং ক্যাম্প শেষে দেশে ফিরে এসেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। গতকাল সকালে কাতার থেকে ঢাকায় এসে পৌঁছান মামুনুল ইসলাম-জামাল ভূঁইয়ারা। কাতারে কন্ডিশনিং ক্যাম্পের পাশাপাশি একটি প্রস্তুতি ম্যাচও খেলেছে বাংলাদেশ দল। আসন্ন জাকার্তা-পালমবাং এশিয়ান গেমস এবং সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে চলতি মাসের শুরুতে কাতারে কন্ডিশনিং ক্যাম্প করতে যায় জাতীয় দল। নতুন কোচ জেমি ডে’র অধীনে এই ক্যাম্প পরিচালিত হয়। আপাতত তিন দিনের ছুটিতে রয়েছে লাল-সবুজের ফুটবলাররা। ছুিিট শেষে ২৪ জুলাই ঢাকায় ফের শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। ঢাকায় এক সপ্তাহের ক্যাম্প শেষে বাংলাদেশ দল যাবে দক্ষিণ কোরিয়ায়। ৩০ জুলাই থেকে ১০ আগষ্ট পর্যন্ত কোরিয়ায় চলবে ক্যাম্প। সেখানে প্রস্তুতি ম্যাচ খেলারও কথা রয়েছে। কোরিয়া থেকে সরাসরি জাতীয় দল পাড়ি জমাবে ইন্দোনেশিয়ায় এশিয়ান গেমসে অংশ নিতে। এশিয়ান গেমসের চূড়ান্ত দল এখনো ঘোষণা করা হয়নি। ৩০ জুলাইয়ের আগেই দল ঘোষণা করা হবে বলে জানান জাতীয় দলের ম্যানেজার সত্যজিৎ দাস রুপু। কাতারের ক্যাম্প নিয়েও কথা বলেন তিনি। রুপু বলেন, ‘কাতারে দুই সপ্তাহের মতো ক্যাম্প হয়েছে। খেলোয়াড়দের ফিটনেসে উন্নতি আনতেই মূলত ক্যাম্পটি করেছি আমরা। সেখানে একটি প্রস্তুতি ম্যাচও খেলেছে দল। ছেলেদের ফিটনেসে আগের চেয়ে উন্নতি হয়েছে।’
এশিয়ান গেমসের পরেই ঢাকায় বসবে সাফ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট। মূলত এ দুই আসরকে সামনে রেখেই জাতীয় দলের এমন ব্যস্তসূচি। এর আগে এশিয়ান গেমসের জন্য দেশের বাইরে ক্যাম্প করার মতো বড় উদ্যোগ কখনই নেয়নি বাফুফে।
এদিকে একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, জাকার্তা-পালমবাং এশিয়ান গেমস দলে থাকছেন না জাতীয় দলের সাবেক অধিনায়ক মিডফিল্ডার মামুনুল ইসলাম। এশিয়ান গেমসে সাধারণত অনূর্ধ্ব-২৩ দল খেলে থাকে। তবে ওই দলে খেলতে পারেন সিনিয়র তিনজন ফুটবলার। কিন্তু জাকার্তা এশিয়ান গেমসে বাংলাদেশ দলে সিনিয়র কোটায় যে মামুনুল থাকছেন না এটা প্রায় নিশ্চিত। সূত্রটি আরো জানায়, সিনিয়র কোটায় খেলবেন জামাল ভূঁইয়া, গোলরক্ষক আশরাফুল রানা ও ডিফেন্ডার তপু বর্মন। গেমসের গ্রæপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড, কাতার ও উজবেকিস্তান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ