রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কালিগঞ্জ থানায় এসে স্বেচ্ছায় আত্মসমর্পন করেছে ইন্দ্রজিৎ শীল (২৮) নামে এক মাদকসেবী যুবক। সে উপজেলার রতনপুর ইউনিয়নের কাটুনিয়া গ্রামের গণেশ চন্দ্র শীলের ছেলে।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ইন্দ্রজিৎ শীল থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমানের নিকট এসে সে আর কখনও মাদক সেবন করবে না এবং মাদকসাক্তদের সংস্পর্শ ত্যাগ করবে না বলে প্রতিজ্ঞা করে। মাদক ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে আসায় ওসি ইন্দ্রজিৎ শীলকে মিষ্টি খাওয়ান এবং হাতে রজনীগন্ধ্যা তুলে দেন। ভবিষ্যতে মাদক সেবন করলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলে ওসি হাসান হাফিজুর রহমান তাকে সতর্ক করে দেন।
এ সময় পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব হোসেন, সহকারী উপ-পরিদর্শক জাহিদ হাসান, হুমায়ন কবির, শাহরিয়ার, আবু বক্কর, মোজাফফর হোসেনও আত্মসমর্পনে সহযোগিতাকারী উপজেলা মহিলা যুবলীগের সভানেত্রী ফাতেমা ইসলাম রিক্তা প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।