গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর রূপনগরে বাস-লেগুনার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
নিহরা হলেন- লেগুনা চালক হান্নান (২২) ও অপরজনের নামপরিচয় জানা যায়নি।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে রূপনগরের বিরুলিয়া বেড়িবাঁধে এ দুর্ঘটনা ঘটে।
রূপনগর থানার ওসি শেখ মো. শাহ-আলম জানান, সকালে বিরুলিয়া বেড়িবাঁধ এলাকায় ‘মায়ের দোয়া’ পরিবহনের একটি বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষ হয়। এতে লেগুনাচালকসহ বেশ কয়েকজন আহত হন। তাৎক্ষণিক আহতদের মধ্যে থেকে তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক লেগুনা চালকসহ দুইজনকে মৃত ঘোষণা করেন। অপরজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
এছাড়া স্থানীয় হাসপাতালে বেশ কয়েকজন চিকিৎসাধীন রয়েছে। বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে একাধিক পুলিশ সদস্য রয়েছেন। ময়নাতদন্তের জন্য লাশ দু’টি মর্গে রাখা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।