বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাদক সনাক্তে স্বয়ংক্রিয় যন্ত্র পেল মাদক নিয়ন্ত্রণ অধিদফতর। গতকাল দুপুর ২টার দিকে তেজগাঁওয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব যন্ত্রপাতি কর্তৃপক্ষের হাতে তুলে দেন। এ ছাড়া দ্রæততর সময়ে অভিযান পরিচালনার জন্য অধিদফতরকে ৫টি নতুন গাড়ি দেওয়া হয়েছে।
‘দ্যা প্রজেক্ট ফর ইলিসিট ড্রাগ রিডাকশন এডাভান্সড ম্যানেজমেন্ট থ্রো ইট (আই ড্রিম ইট)’ শীর্ষক প্রকল্পের আওতায় কোরিয়া থেকে এসব সয়ংক্রিয় যন্ত্র আনা হয়েছে। কোরিয়ার কোয়কা নামে একটি প্রতিষ্ঠান এ প্রকল্পে সহযোগিতা করেছে।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, মাদকের সন্ধান পাওয়া মাত্রই অভিযান চালানো হচ্ছে। মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। বর্তমান সরকার একটি মাদকমুক্ত বাংলাদেশের গড়ার স্বপ্ন দেখছে। সেই বিষয়টি মাথায় রেখে ভিশন ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে কাজ চলছে। পুরোপুরিভাবে মাদক নির্মূল হলে সরকার ভিশন ২০৪১ বাস্তবায়নের দিকে অগ্রসর হবে। তিনি আরও বলেন, এসব যন্ত্রপাতি ও গাড়ি মাদক নির্মূলে বেশ কাজে লাগবে। অধিদফতরের কাজের গতি বাড়বে। এই প্রজেক্টে ৩৭টি গাড়ি দেওয়ার কথা বলা হয়েছে। বাকি গাড়িগুলোও ধীরে ধীরে দেওয়া হবে।
কোয়কার কান্ট্রি ডিরেক্টর মি. জো হিয়ান জু বলেন, সুন্দর বাংলাদেশের স্বপ্ন পূরণের জন্য আমরা গাড়িগুলো দিয়েছি। এখন থেকে অনেক সক্ষমতার সঙ্গে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর কাজ করতে পারবে। কোয়কা সবসময় বাংলাদেশের পাশে থাকবে। অধিদফতরের মহাপরিচালক মো. জামাল উদ্দিন আহমেদ বলেন, এসব যন্ত্রপাতির মাধ্যমে মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের ৩৭টি সেবা প্রদান সহজ হবে। ঢাকা ও চট্টগ্রামের রাসায়নিক পরীক্ষাগার আধুনিক করা হবে। উল্লেখ্য, আই ড্রিম ইট প্রজেক্টের আওতায় মাদক নিয়ন্ত্রণ অধিদফতরকে তিনটি পিকআপ ও দুটি মাইক্রোবাস, ২৯ ধরনের যন্ত্রপাতি ও ১৫০টি কম্পিউটার সরবরাহ করা হয়। প্রায় চার মিলিয়ন ডলারের প্রকল্পটির কাজ ২০১৯ সালের মধ্যে শেষ হবে। গত রোবকবার ৫টি গাড়ির চাবি হস্তান্তর করা হয়েছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।