Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জায়ান্টস্রিকনে ফাইনাল

ট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০১৮, ১০:৪০ পিএম

 

রাশিয়া বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও ব্রাজিল সেমিফাইনালের আগে বিদায় নিয়েছে। ফাইনাল ম্যাচে ছিলনা প্রিয় এ দু’টি দল। তারপরও চট্টগ্রামের দর্শকদের ফাইনাল খেলা দেখার আগ্রহ কমতি ছিল না। ফাইনাল ম্যাচে ছিলনা প্রিয় দল তাতে কি? উত্তেজনা, আগ্রহ কমেনি একটুও। ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মধ্যেকার ফাইনাল ম্যাচটি দেখার জন্য বড় পর্দায় সবাই মিলে খেলা দেখতে হাজির হয়েছিল বিভিন্ন স্থানে। তার মধ্যে বড় পর্দায় খেলা দেখতে জামাল খান মোড়ে ভিড় জমেছিল রাস্তার উপর ফুটবল প্রেমিকদের। এছাড়া পরিবার-পরিজন নিয়ে বাসায় টিভিসেটের সামনে ফাইনাল খেলা উপভোগ করেছে। লাল-সাদা হৃদয়ে আঁকা ক্রোয়েশিয়া দল ফুটবল ইতিহাস গড়তে চেয়েছিল। এমনকি রূপকথার গল্পও লিখে ফেলে ফাইনালে উঠেছিল। তাই এ দলটির সমর্থক ছিল প্রচুর। তারা যখন প্রতিপক্ষ দলের রক্ষণভাগে হানা দিয়েছিল তখন দর্শকদের চিৎকার করতে দেখা গেছে। এ ফাইনাল খেলায় ক্রোয়েশিয়া দল হারলেও চট্টগ্রামের দর্শকরা তাদের খেলা দেখে আনন্দ পেয়েছে। এর পাশাপাশি ফ্রান্স আবারো চ্যাম্পিয়ন হওয়ায় খুশি হয়েছে। ফুটবল প্রেমীদের মন্তব্য ভাল খেলেও হেরেছে ক্রোয়েশিয়া, জয় হয়েছে ফুটবলের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বকাপ

২৩ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ