বাড়িতেই ফাইনাল দেখবেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট, ফ্রান্সের প্রেসিডেন্ট কাতারে
বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখতে কাতারে যাচ্ছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। তিনি জানান, আজ
রাশিয়া বিশ্বকাপকে সফল ও নিখুঁত করতে ফিফা এবার বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছিল। যার উল্লেখযোগ্য হচ্ছে- বিশ্বকাপে প্রথমবারের মত চালু করা হয় ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)। এদিক দিয়ে অনেক সফলও বটে ফিফা। কেননা অনেকগুলো ম্যাচে এই 'ভিএআর' প্রযুক্তি প্রয়োগ করেই নেয়া হয়েছে জটিল সব সিদ্ধান্ত। তবে কিছু ব্যর্থতাও আছে এর। আর তা নিয়ে নাখোশ ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপজয়ী অধিনায়ক ইকার ক্যাসিয়াস। তার ক্ষোভ কেন দরকারের সময়ে মাঠে রেফারিরা ভিএআর প্রয়োগ করেননি। এমনকি ফাইনালের মত মহাগুরুত্বপূর্ণ ম্যাচেও কয়েকবার এরকম দৃষ্টিকটু দৃশ্য দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে ভিএআর নিয়ে নিজের অভিমত দিয়েছেন ২০১০ সালের বিশ্বকাপ জয়ী স্পেনের এই গোলরক্ষক। সেখানে তিনি লিখেন, ‘আসলে আমি সত্যিই এখনও বুঝতে পারছি না ভিএআরের আসল কাজটা কি। গ্রিজম্যানকে ফাউল করার জন্য রেফারি যে ফ্রি-কিক দিয়েছে আসলে সেটা তো ফাউলই হয়না। ফ্রি-কিক কিভাবে পেল ফ্রান্স। আর সেখান থেকে ফ্রান্স গোল পেয়ে এগিয়েও গেল।’ ক্যাসিয়াসের এই টুইট দেখে সহমত প্রকাশ করেন উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ। সঙ্গে সঙ্গে ক্যাসিয়াসের টুইটের রিটুইট করে সুয়ারেজ লেখেন, ‘তুমি সঠিক বলেছো ক্যাসিয়াস। মাঠে এই সিদ্ধান্ত ছাড়া পগবার অফসাইডে থাকাটাও চোখে পরেনি রেফারীদের।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।