Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে বাড়ছে গুজব ছড়িয়ে হত্যাকান্ডের সংখ্যা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

সামাজিক গণযোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে সহিংসতার ঘটনায় গত মে মাসে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। গত কয়েকদিনের সামাজিক যোগাযোগ মাধ্যমের ভুয়া ম্যাসেজ দ্বারা হত্যাকান্ডের সর্বশেষ শিকার ভারতের দক্ষিন কর্ণাটক রাজ্যের ৩২ বছর বয়সী গুগলের ইঞ্জিনিয়ার যাকে প্রচন্ড মারের পর হত্যা করা হয় এবং অপর তিন জনকে গুরুতর ভাবে আহত করা হয়।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, তাদের মধ্যে একজন স্কুলের বাচ্চাদের চকোলেট দিচ্ছিলেন, হামলাকারীদের ধারণা ছিল যে, তারা শিশুদেরকে চকোলেট এর লোভ দেখিয়ে অপহরণ করার চেষ্টা করছে। সা¤প্রতিক সময়ে এই হত্যাকান্ডগুলো গোটা ভারত জুড়ে সমালোচনার সৃষ্টি করেছে।
গত রোববার পুলিশ ২৫ জনকে গ্রেফতার করেছে। গত মে থেকে কমপক্ষে ২৫ জন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপের ভুয়া ম্যাসেজ দ্বারা আক্রান্ত হয়েছেন। বেশীরভাগ ক্ষেত্রেই অপরাধীরা গ্রামবাসী, এবং প্রথমবারের মতো স্মার্টফোন ব্যবহারকারী । এইসব মাধ্যম থেকে আসা প্রকৃত এবং ভুয়ার পার্থক্য করতে পারছেন না।
প্রযুক্তির এপাশ ওপাশ
স্মার্টফোনের বহুল ব্যাবহার বর্তমানে একটি সমস্যার প্রধান কারণ হিসাবে গণ্য করা হয়। প্রায় তিনজন ভারতীয়র একজন স্মার্টফোন মালিক। গত বছর ভারতে ১৩৪ মিলিয়ন স্মার্টফোন বিক্রি হয়েছিল, যা চীনের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বাজার।স্মার্টফোনের এই বিপ্লব জনগনকে অবাধ তথ্য প্রবাহে গা ভাসানোর সুযোগ এনে দিয়েছে। রাজনৈতিক দল গুলো জনগনের কাছাকাছি আসার জন্য হাতিয়ার হিসেবে ব্যাবহার করছে এই আবাধ তথ্য প্রবাহকে।
এই মাসের শুরুতে, ভুয়া ভিডিওের নেপথ্যে পশ্চিম মহারাষ্ট্রর পাঁচ জনকে হত্যা করা হয়, পরে জানা যায় ভিডিওটি সিরিয়াতে নার্ভ গ্যাস আক্রমনে আক্রান্ত শিশুর। আসামের প‚র্ব রাজ্যে ৬ জুলাই সেনাবাহিনী তিনজন যাজককে উদ্ধার করেন, যারাও একিরকম ভুয়া ভিডিওর মাধ্যমে আক্রমনের স্বীকার। জুন মাসে, অনুরূপ সন্দেহে দুই যুবককে হত্যা করেছিল।
তথ্য প্রযুক্তি মন্ত্রী রবি শংকর প্রসাদ এই মাসের প্রথম দিকে বলেছিলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম গুলো ভারতে তাদের একটি বিশাল বাজার তৈরি করেছেএবং ভাল অর্থ উপার্জন করছে”। অতএব, তারা ভারতের জনগণের নিরাপত্তার সাথে সম্পর্কিত বিষয় গুলোর দিকে খেয়াল দিতে হবে।
হোয়াটসঅ্যাপের মিডিয়া বিবৃতি
এই সপ্তাহের শুরুতে, হোয়াটসঅ্যাপ ভারতকে বৃহত্তম বাজার হিসাবে উল্লেখ করে। প্রায় ২০০ মিলিয়ন ব্যবহারকারী যেন ভুয়া এবং সঠিক তথ্য বুঝতে পারে সে ব্যাপারে তারা কাজ করবেন । আমাদের প্রথম পদক্ষেপ হল ইংরেজী , হিন্দি এবং অন্যান্য বিভিন্ন ভাষায় সংবাদপত্রের বিজ্ঞাপন স্থাপন করব। হোয়াটসঅ্যাপ একটি নতুন বৈশিষ্ট্য চালু করবে যা বার্তা প্রেরক ও প্রাপকের মধ্যে আদান প্রদানকৃত তথ্য যাচাইয়ে কাজ করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ