Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেপালে ৫৬ জনের প্রাণহানি

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে নেপালে ৫৬ জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো অন্তত ১২ জন। সিনহুয়া ও ইন্ডিয়া টুডে’র এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংস্থার প্রতিবেদনে বলা হয়, নেপালের নিম্নাঞ্চলসমূহ বিশেষ করে মোরাং, সুনসারী, সাপ্তারি, রাউতাহাট, সারলাহি, দাং ও বেনকে কমপক্ষে ৩৬ জনের মৃতের খবর পাওয়া গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। আর্মি, পুলিশ ও আর্মড পুলিশ ফোর্স দিয়ে এ তল্লাশি অভিযান চলছে। এছাড়া আহতদের চিকিৎসা ও ক্রাণ বিতরণের কাজ অব্যাহত রয়েছে। এদিকে আবহাওয়া পূর্বাভাস অফিস জানিয়েছে, দেশটিতে আরও কয়েকদিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। জনগণকে সতর্কতার সাথে দুর্যোগ মোকাবেলার পাশাপাশি বন্যা পূর্বাভাস বিভাগেও এ বিষয়ে সতর্ক বার্তা পাঠানো হয়েছে। সিনহুয়া, ইন্ডিয়া টুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নেপাল

৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ