Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যুত্থানের অধ্যায় চিরতরে বন্ধ করেছে তুর্কি জনগণ

প্রত্যেক শহীদ ও আহত ব্যক্তি আমার ভাই : এরদোগান

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

তুরস্কের অভ্যুত্থানের অধ্যায়টি তুর্কি জনগণ চিরতরে বন্ধ করে দিয়েছে এবং সেটি আর কোনো দিনই খোলা হবে না বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগান। ২০১৬ সালের ১৫ জুলাইয়ের ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টার দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রবিবার ইস্তাম্বুল ব্রিজে অনুষ্ঠিত এক বিশাল র‌্যালিতে অংশ নিয়ে এরদোগান এসব কথা বলেন। এরদোগান বলেন, ‘আজ আমরা গভীর দুঃখ অনুভব করছি। একই সময়ে আমাদের বীরদের জন্য আমাদের অন্তরে অপরিমেয় গর্ববোধও করছি।’ সেই রাতে তুর্কি জনগণের সাহস ও প্রতিরোধের প্রশংসা করে তিনি বলেন, ‘এই বিজয় আমাদের শহীদদের সাহসের ফল, যারা বিদ্রোহীদের ট্যাংক ও প্লেনকে চ্যালেঞ্জ করেছিল।’ এরদোগান ১৫ জুলাই অভ্যুত্থান প্রচেষ্টাকে ‘তুর্কি জাতির পুনরুজ্জীবন’ ও ‘গণতন্ত্রের একটি বড় সংগ্রাম’ হিসাবে আখ্যায়িত করেন। তিনি বলেন, ‘আমরা কখনোই ১৫ জুলাইয়ের ঘটনা ভুলে যাব না। যারা আমাদের জন্য প্রার্থনা করেছে এবং যারা ফেতু সন্ত্রাসীদের সহায়তা করেছে তাদের কাউকে ভুলে যাব না।’ এরদোগান ফেতু সন্ত্রাসী গোষ্ঠীকে একটি ‘অক্টোপাস’ এর সঙ্গে তুলনা করেন। গ্রæপটির বিরুদ্ধে দেশব্যাপী যুদ্ধ ঘোষণার কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের এই অক্টোপাসের ডানাগুলো কেটে ফেলতে হবে। তিনি বলেন, ‘গত দুই বছরে আমরা রাষ্ট্র, ব্যবসায়ী স¤প্রদায়, আমলাতন্ত্র, বাণিজ্য, গণমাধ্যম এবং সুশীল সমাজের বৃহত্তর স্তরে সন্ত্রাসী গোষ্ঠীটির সমস্ত কাঠামো ভেঙে দিয়েছি।’ তিনি আরো বলেন, ‘ওই রাতে যেসব খুনী আমাদের নাগরিকদের গুলি করে হত্যা করেছিল, তাদেরকে কঠোর শাস্তি দেয়া হচ্ছে।’ ২০১৬ সালে তুরস্কে অনুষ্ঠিত ব্যর্থ সেনা অভ্যুত্থানে নিহত ও আহতদের নিজের সত্যিকারের ভাই ঘোষণা করেছেন প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান। দুই বছর আগে ১৫ জুলাই প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানকে উৎখাতের জন্য সেনাবাহিনীর একটি গ্রæপ অভ্যুত্থানের চেষ্টা চালায়। ওই ঘটনার দুই বছর পূর্তি উপলক্ষে নিহতদের পরিবার ও আহতদের সঙ্গে রোববার প্রেসিডেন্ট প্রাসাদে মিলিত হন এরদোগান। এসময় এরদোগান বলেন, সেদিনের সেই অবৈধ অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ করে দিতে যারা জীবন দিয়েছেন তারা, তাদের পরিবার এবং যারা আহত হয়েছেন তারা আমার প্রকৃত ভাই। আনাদুলো এজেন্সি।



 

Show all comments
  • নিঝুম ১৭ জুলাই, ২০১৮, ২:৪৩ এএম says : 0
    তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগানের জন্য রইলো অনেক অনেক শুভ কামনা
    Total Reply(0) Reply
  • তানিয়া ১৭ জুলাই, ২০১৮, ২:৪৪ এএম says : 0
    শুধু তুরস্ক নয় সারা মুসলীম বিশ্বের নেতা হবেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগান
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ