বাড়িতেই ফাইনাল দেখবেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট, ফ্রান্সের প্রেসিডেন্ট কাতারে
বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখতে কাতারে যাচ্ছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। তিনি জানান, আজ
এমন বাজে রেকর্ডে কে নাম লেখাতে চায়? যে রেকর্ড শুধুই কষ্ট বাড়ায়। এবার রাশিয়া বিশ্বকাপে ১২জন ফুটবলার সেই কষ্ট বাড়ানোর রেকর্ডেই নিজেদের নাম লিখিয়েছেন। আর তা হলো ‘আত্মঘাতী’ গোলের রেকর্ড। যা থেকে নিজের দলকে পিছিয়ে দিয়েছিলেন তারা। সর্বশেষ এই তালিকায় যোগ হলেন ক্রোয়েশিয়ার স্ট্রাইকার মারিও মানজুকিচের নাম।
ম্যাচের শুরুতেই কেউ আত্মঘাতী গোল হজম করলে সেই দলটির ভাগ্য কতটা হতাশাজনক হয়ে যায়, তা আর বলার অপেক্ষা রাখে না। প্রথমবারেরমত বিশ্বকাপের ফাইনালে নেমে ফ্রান্সের বিপক্ষে মানজুকিচ বল ছুঁইয়ে করে বসলেন একটি আত্মঘাতি গোল। যা ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। ওই গোলের পর ক্রোয়েশিয়া আরো একটি গোল পেলেও ম্যাচে আর ফিরতে পারেনি। এটা ছিল যে কোন বিশ্বকাপের ফাইনালে প্রথম আত্মঘাতি গোলের রেকর্ড। এ নিয়ে রাশিয়া বিশ্বকাপে ১২টি আত্মঘাতী গোল হয়েছে। আত্মঘাতী গোলে রাশিয়া বিশ্বকাপ রেকর্ড গড়েছে। এর আগে ১৯৯৮ বিশ্বকাপে সর্বোচ্চ ৬টি আত্মঘাতী গোল হয়েছিল। এবার হলো তার দ্বিগুণ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।