Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তাড়াশে ছাত্রীর লাশ উদ্ধার

তাড়াশ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

তাড়াশ সদর ইউনিয়নের সোলাপাড়া গ্রাম থেকে গতকাল রোববার হাসি খাতুন (১১) নামে তৃতীয় শ্রেণির ছাত্রীর লাশ উদ্ধার করেছে তাড়াশ থানা পুলিশ। সে ওই গ্রামের মো. হাসানুর রহমানের মেয়ে ও শোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।
তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, শিশুটি শনিবার রাতে মায়ের ওপর অভিমানে কীটনাশক পান করে আত্মহত্যা করে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শিক্ষা সেবিকাদের প্রশিক্ষণ
তাড়াশে আশা সংস্থা প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচির আওতায় ২দিন ব্যাপী শিক্ষা সেবিকাদের প্রশিক্ষণ আয়োজন করে। গতকাল রোববার সদর শাখার হলরুমে প্রশিক্ষণ উদ্বোধনী সভায় শাখা ব্যবস্থাপক আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন আঞ্চলিক ব্যবস্থাপক মো. আবু বক্কার সিদ্দিক।
এ সময় উপস্থিত ছিলেন ইউ আর সি ইনস্ট্রাকটর আবু রাহাদ আনসারী, প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রভাষক এম. আতিকুল ইসলাম বুলবুল, আশার সহকারী ব্যবস্থাপক বিপ্লব কুমার সুত্রধর প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ