Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাখাইনে বিশেষজ্ঞ পাঠাতে প্রস্তুত জাতিসংঘ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

মিয়ানমারের রাখাইনে বিশেষজ্ঞ দল পাঠাতে প্রস্তুত জাতিসংঘ। গত বছরের সহিংসতা থেকে প্রাণ বাঁচাতে যারা পালিয়ে গেছেন, তাদের প্রত্যাবাসন নিশ্চিত করার জন্য কাজ করবে এই বিশেষজ্ঞ দল। জাতিসংঘ উন্নয়ন সংস্থার আঞ্চলিক প্রধান এ কথা বলেছেন। জাতিসংঘের উন্নয়ন ও শরণার্থী বিষয়ক সংস্থাগুলো অং সান সু কির সরকারের সাথে মে মাসের শেষে চুক্তি করেছে যাতে আশ্রয় নেয়া রোহিঙ্গারা নিরাপদে রাখাইন এলাকায় ফিরে আসতে পারে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির এশিয়া-প্রশান্ত অঞ্চলের ডিরেক্টর হাওলিয়াং শু বলেন, ২০১৭ সালের আগস্টের পর প্রথমবারের মতো গত সপ্তাহে জাতিসংঘের কর্মকর্তারা উত্তর রাখাইনে অবাধে ঘুরে ঘুরে দেখেছে। মিয়ানমারের ইয়াঙ্গুনে রয়টার্সের সাথে সাক্ষাতকারে শু বলেন, তবে যথাযথ পর্যালোচনার আগে সরকারের সাথে কাজের জন্য একটা প্রাথমিক কর্মপরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। তিনি বলেন, “আপনি দেখবেন যে খুবই জরুরি পরিস্থিতিতে কাজ করছি আমরা। পাশাপাশি সেখানে প্রতিনিধি দল পাঠানোরও প্রস্তুতি নিচ্ছি আমরা”। তিনি জানান, উত্তর রাখাইনে রোহিঙ্গাসহ অন্য যে সব স¤প্রদায়ের লোক রয়েছে, এরকম দুই লাখ লোকের জন্য কি পরিমাণ চাহিদা রয়েছে, সেটি যাচাই করে দেখবে এই প্রতিনিধি দলগুলো। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাখাইন

১৮ অক্টোবর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ