Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসরাইলি বিমান হামলায় ২ ফিলিস্তিনি কিশোর নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৮, ১:০৭ পিএম

গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় দুই ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে। শনিবার ইসরাইল এ হামলা চালিয়েছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, গাজা শহরের একটি খালি ভবনে বিমান হামলা চালানো হয়েছে। নিহত দু্জনই পথচারী ছিল।-খবর রয়টার্স।

তবে এ বিষয়ে ইসরাইলি সেনাবাহিনীর কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।

শনিবার হঠাৎ করে বেড়ে যাওয়া লড়াইয়ে ফিলিস্তিনিরা ইসরাইলে কয়েক ডজন রকেট হামলা চালিয়েছে। ইসরাইলও গাজায় বিমান হামলা চালায়।

তবে ফিলিস্তিনি এক কর্মকর্তা বলেছেন, ইসরাইল ও গাজার কয়েকটি প্রতিরোধ আন্দোলনের মধ্যেই শনিবার একটি সমঝোতা হয়েছে।

হামাসের মুখপাত্র ফাউজি বারহুউম বলেন, গাজায় ইসরাইলি বোমা হামলা শুরু হলে উত্তেজনা কমাতে বহুপক্ষীয় চেষ্টা অব্যাহত রয়েছে।

ফিলিস্তিনি ইসলামিক জেহাদ আন্দোলন জানিয়েছে, দুপক্ষই অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে।

ইসরাইলের জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, ঘটনার কী ঘটছে, তার ওপর নির্ভর করেই আমাদের পরবর্তী জবাব আসবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিনি নিহত

১৯ সেপ্টেম্বর, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ