মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অবরুদ্ধ গাজায় ‘গ্রেট মার্চ অব রিটার্ন’ বিক্ষোভের পঞ্চম সপ্তাহে শুক্রবার ইসরায়েলি সেনাদের গুলিতে আরও তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
৩০ মার্চ শুরু হওয়া টানা এই বিক্ষোভে ইসরায়েলি গুলিতে এ পর্যন্ত ৪৫ জন ফিলিস্তিনি নিহত ও ছয় সহস্রাধিক আহত হয়েছে। কোনও ইসরায়েলি আহত হওয়ারও ঘটনা ঘটেনি। শুক্রবারের বিক্ষোভে নিহতের সংখ্যা নিশ্চিত করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিক্ষোভের সময় তিন শতাধিক ফিলিস্তিনি গুলিতে বা টিয়ার গ্যাসের কারণে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, শুক্রবার বরাবরের মতো সীমান্তে পাঁচটি স্থানে জড়ো হয়েছিলেন ফিলিস্তিনি বিক্ষোভকারীরা। তবে গত সপ্তাহের চেয়ে বিক্ষোভকারীর সংখ্যা কম থাকলেও জোরদার ছিল। কয়েকশ যুবক টায়ারে আগুন জ্বালিয়ে সীমান্তের ওপারে ইসরায়েলি সেনাদের দিকে পাথর ছোড়ে। ইসরায়েলি সেনারা টিয়ার গ্যাস ও তাজা গুলি ছুড়ে পাল্টা জবাব দেয়।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে দুজনকে শনাক্ত করা যায়নি।
গাজা সেন্টার ফর মিডিয়া ফ্রিডম জানায়, আহতদের মধ্যে ১৮জন চিকিৎসাকর্মী ও সাংবাদিক রয়েছে।
গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা জানান, ইসরায়েলি সেনারা স্বাস্থ্যসেবা কেন্দ্রকে দুই বার লক্ষ্য করে হামলা চালিয়েছে। আহতদের অনেকেই শ্বাসকষ্ট, বমি ও খিঁচুনিতে আক্রান্ত হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।