মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : অধিকৃত জেরুজালেম ও পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর গুলিতে পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি পুলিশ কর্মকর্তারা। গত রোববার জেরুজালেমের দেয়ালঘেরা পুরনো শহরের বাইরে দুই ফিলিস্তিনি ইসরাইলি পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে পুলিশের পাল্টা গুলিতে তারা নিহত হয় বলে দাবি করেছে পুলিশ। একই দিন আরো দুটি ঘটনায় আরো তিন ফিলিস্তিনি নিহত হয়েছে। পুলিশের এক মুখপাত্র জানান, জেরুজালেমের পুরনো শহরের অন্যতম প্রবেশপথ দামাস্কাস গেইট প্লাজায় দায়িত্বপালনরত পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলিবর্ষণ করার সময় পুলিশের গুলিতে দুই ‘হামলাকারী’ নিহত হন। গত রোববার সন্ধ্যারাতের এ ঘটনার শৌখিন ভিডিও ফুটেজে বেশ কয়েকটি গুলির শব্দ শোনা গেছে। এ সময় ঘটনাস্থলে বেশ কয়েকটি বাস ও অন্যান্য যানবাহন থেমে থাকতে দেখা গেছে। তবে এখানে আর কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এর আগে ইসরাইলি সেনাবাহিনী জানায়, অধিকৃত পশ্চিমতীরে পাথর নিক্ষেপকারী দুই কিশোরকে গুলি করে হত্যা করেছে সেনারা। ওই দুই কিশোরের একজন সেনাদের লক্ষ্য করে গুলি করেছিল বলে দাবি সেনাবাহিনীর। তৃতীয় আরেকটি ঘটনায় অধিকৃত পশ্চিমতীরের একটি তল্লাশি চৌকিতে ইসরাইলি আধাসামরিক পুলিশের এক সদস্যকে ছুরিকাঘাতের চেষ্টাকালে অপর এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। জেরুজালেম ও অধিকৃত পশ্চিমতীরে পাঁচ মাস ধরে চলা সহিংসতায় ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ১৬৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে ১০৭ জনকে ‘হামলাকারী’ বলে চিহ্নিত করেছে ইসরাইলি কর্তৃপক্ষ। ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।