Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিরোপা জয়ীরা পাবে ৩৮ মিলিয়ন মার্কিন ডলার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৮, ১০:৫৭ পিএম

রাশিয়া বিশ্বকাপের শিরোপা জয়ী দল প্রাইজমানি পাবে ৩৮ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশী মুদ্রায় যা দাঁড়ায় প্রায় ৩শ’ ১৮ কোটি ৩৪ লাখ ৮৮ হাজার টাকা। রানার্সআপরা পাচ্ছে ২৮ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২শ’ ৩৪ কোটি ৫৭ লাখ ২৮ হাজার টাকা)। গতকাল এমন তথ্য জানায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। আজ বিশ্বকাপের ফাইনালে লড়ছে ফ্রান্স ও ক্রোয়েশিয়া। ফিফার তথ্য মতে, এবারের বিশ্বকাপে মোট পুরস্কার মূল্য ৪০০ মিলিয়ন মার্কিন ডলার। এই পুরস্কারের অর্থ অংশগ্রহণকারী ৩২টি দলের মধ্যে ভাগ করে দেয়া হবে।
২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে মোট পুরস্কার মূল্য ছিল ৩৫৮ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ চলতি বিশ্বকাপে পুরস্কার মূল্য ৪২ মিলিয়ন মার্কিন ডলার বেশি। ফিফা আরো জানায়, বিশ্বকাপে সুযোগ পাওয়া সব দলই খরচ-বাবদ ১ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার পাবে। বিশ্বকাপের গ্রæপ পর্ব থেকে ছিটকে পড়া দলগুলো পাবে আরো ৮ মিলিয়ন মার্কিন ডলার বেশি। শেষ ষোলো থেকে যে দলগুলো ছিটকে পড়েছে তারা পাবে আরো ১২ মিলিয়ন মার্কিন ডলার। কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ারা পাবে ১৬ মিলিয়ন মার্কিন ডলার। তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে যারা জিতবে তারা পাবে ২৭ মিলিয়ন মার্কিন ডলার এবং পরাজিত দলের জন্য থাকছে ২২ মিলিয়ন মার্কিন ডলার অর্থ পুরস্কার।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বকাপ

২৩ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ