বাড়িতেই ফাইনাল দেখবেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট, ফ্রান্সের প্রেসিডেন্ট কাতারে
বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখতে কাতারে যাচ্ছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। তিনি জানান, আজ
সেই ১৯৩০ সাল থেকে শুরু। ‘জুলে রিমে ট্রফি’ হয়ে বিবর্তনের ছোঁয়া লেগেছে ট্রফিতেও, নাম বদলে হয়েছে ‘ফিফা বিশ্বকাপ’। তার পর থেকে কেটে গেছে ২০টি আসর। চলতি বিশ্বকাপের আগে ফুটবলের এই বিশ্বমঞ্চে ফাইনাল খেলেছে ১২টি দেশ। তার মধ্যে আটটি দেশ অর্জন করেছে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব। এখন পর্যন্ত ইউরোপ ও লাতিন আমেরিকার বাইরে কোনো দেশই বিশ্বকাপের ফাইনালে পৌঁছাতে পারেনি। আরেকটি ফাইনালের আগে চলুন চোখ বুলিয়ে নেয়া যাক আগের আসরগুলোর শিরোপা লড়াই কেমন হলো -
২০১৪: আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে ১-০ গোলে হারায় জার্মানি।
২০১০: অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারায় স্পেন।
২০০৬: ফ্রান্সকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারায় ইতালি। অতিরিক্ত সময়ের পর ম্যাচ ১-১ গোলে ড্র ছিল।
২০০২: জার্মানিকে ২-০ গোলে হারায় ব্রাজিল।
১৯৯৮: ব্রাজিলকে ৩-০ গোলে হারায় ফ্রান্স।
১৯৯৪: পেনাল্টি শুটআউটে ইতালিকে ৩-২ গোলে হারায় ব্রাজিল। অতিরিক্ত সময়ের পর ম্যাচ ০-০ গোলে ড্র ছিল।
১৯৯০: আর্জেন্টিনাকে ১-০ গোলে হারায় পশ্চিম জার্মানি।
১৯৮৬: পশ্চিম জার্মানিকে ৩-২ গোলে হারায় আর্জেন্টিনা।
১৯৮২: পশ্চিম জার্মানিকে ৩-১ গোলে হারায় ইতালি।
১৯৭৮: অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে নেদারল্যান্ডসকে ৩-১ গোলে হারায় আর্জেন্টিনা।
১৯৭৪: নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারায় পশ্চিম জার্মানি।
১৯৭০: ইতালিকে ৪-১ গোলে হারায় ব্রাজিল।
১৯৬৬: অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে পশ্চিম জার্মানিকে ৪-২ গোলে হারায় ইংল্যান্ড।
১৯৬২: চেকো¯েøাভাকিয়াকে ৩-১ গোলে হারায় ব্রাজিল।
১৯৫৮: সুইডেনকে ৫-২ গোলে হারায় ব্রাজিল।
১৯৫৪: হাঙ্গেরিকে ৩-২ গোলে হারায় পশ্চিম জার্মানি।
১৯৫০: ব্রাজিলকে ২-১ গোলে হারায় উরুগুয়ে *
১৯৩৮: হাঙ্গেরিকে ৪-২ গোলে হারায় ইতালি।
১৯৩৪: অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে চেকো¯েøাভাকিয়াকে ২-১ গোলে হারায় ইতালি।
১৯৩০: আর্জেনন্টিনাকে ৪-২ গোলে হারায় উরুগুয়ে।
* ১৯৫০ সালের বিশ্বকাপে মারাকানায় ব্রাজিল ও উরুগুয়ের ম্যাচটিকে এই আসরের ফাইনাল ধরা হলেও এই বিশ্বকাপের নিয়মটা ছিল একটু আলাদা। প্রাথমিক গ্রæপ পর্বের পর সেরা চার দল ব্রাজিল, উরুগুয়ে, স্পেন ও সুইডেনকে নিয়ে রাউন্ড রবিন পদ্ধতিতে হয় আরেকটি পর্ব। এতে নিজেদের প্রথম দুই ম্যাচে স্পেন ও সুইডেনকে হারানো ব্রাজিল শেষ ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হয়। সুইডেনের বিপক্ষে জয় পাওয়া উরুগুয়ে স্পেনের সঙ্গে ড্র করায় ব্রাজিলের চেয়ে ১ পয়েন্ট পিছিয়ে ছিল। মারাকানায় ড্র করলেই চ্যাম্পিয়ন হতো ব্রাজিল। কিন্তু ম্যাচটি ২-১ গোলে হেরে যায় তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।