Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ইউরোপের প্রতি মার্কিন আহ্বান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

ইরানের বিরুদ্ধে আরো কঠোর অবস্থান নেয়ার জন্য ইউরোপের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও দেশটির বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগ তুলে এই আহ্বান জানান। অন্যদিকে, ন্যাটো সম্মেলনে ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার পক্ষে সাফাই গেয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি ইরানের ওপর আরো চাপ প্রয়োগ করার জন্য ইউরোপীয় মিত্রদের প্রতি আহ্বান জানান। খবরে বলা হয়, বৃহস্পতিবার এক টুইটার বার্তায় পম্পেও ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগ তোলেন। তিনি বলেন, জাতিসংঘের নিষেধাজ্ঞা থাকা সত্তে¡ও দেশটি মধ্যপ্রাচ্যে অস্ত্র সরবরাহ করছে। তিনি যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরো জোরদার করার জন্য ইউরোপের দেশগুলোর প্রতি আহ্বান জানান। তার ভাষায়, ‘সন্ত্রাসবাদ ও ‘প্রক্সি’ যুদ্ধে পৃষ্ঠপোষকতা করার কারণে আমাদেরকে অবশ্যই ইরানে অর্থায়ন বন্ধ করতে হবে। পরবর্তীতে ইরান আমাদের কোনো দেশে সন্ত্রাসবাদ, সহিংসতা ও অস্থিরতা উস্কে দেবে না তার কোনো নিশ্চয়তা নেই।’ ইরানের বিরুদ্ধে শর্ত লঙ্ঘনের অভিযোগ তুলে কয়েক মাস আগে প্রেসিডেন্ট ট্রাম্প ইরান চুক্তি থেকে একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন। তখন চুক্তির অংশীদার অন্য পাঁচ দেশ ট্রাম্পের ওই পদক্ষেপের বিরোধিতা করে। কিন্তু ট্রাম্প তাতে কর্ণপাত করেননি। চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার পরও তা বহাল রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ইউরোপের দেশগুলো। কিন্তু ওই চুক্তির বিরুদ্ধে অব্যাহতভাবে তৎপরতা চালিয়ে যাচ্ছেন ট্রাম্প। তিনি ইরানের সঙ্গে বাণিজ্য বন্ধ করার জন্য ইউরোপীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি চাপ প্রয়োগ করছেন। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, তাদের মূল লক্ষ্য ইরানের তেল রপ্তানি শূন্যের কোটায় নামিয়ে আনা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টর ব্রায়ান হুক বলেন, আমাদের উদ্দেশ্য হলো ইরানের তেল রপ্তানি শূন্যের কোটায় নামিয়ে দেশটির ওপর চাপ আরো বৃদ্ধি করা।’ আল-জাজিরা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কিন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ