Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আলেম-ওলামা এগিয়ে এলে সমাজে বিপ্লব সাধিত হবে

-পীর সাহেব চরমোনাই

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

ইসলামী আন্দোলনের আমির মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, ওলামায়ে কেরাম, পীর-মাশায়েখ ও ইমামগণই সমাজের প্রকৃত নায়ক। এদেশে ইসলাম প্রচারিত হয়েছে তাদের মেহনতের মাধ্যমে। এখনো প্রতি জুমাবার দেশের লাখো মসজিদ থেকে ইমাম-খতীবগণ একযোগে মুসলমানদেরকে ইসলাম বিষয়ে বক্তব্য পেশ করেন। যদি ইমাম-ওলামা-মাশায়েখ ঘুষ-দুর্নীতি, অন্যায়-অবিচার ও জুলুম-শোষণের বিরুদ্ধে এবং হকের পক্ষে কথা বলেন তাহলে সমাজে বিপ্লব সাধিত হবে ইনশাআল্লাহ।
গতকাল (শুক্রবার) নগরীর মুসলিম ইউনিস্টিটিউট হলে জাতীয় ওলামা-মাশায়েখ ও আইম্মা পরিষদের নগর কাউন্সিলে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় ওলামা-মাশায়েখ ও আইম্মা পরিষদের নগর সভাপতি ও কেন্দ্রীয় নেতা ড. জসিম উদ্দীন নদভীর সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে পীর সাহেব চরমোনাই আরও বলেন, অক্লান্ত পরিশ্রম এবং মেহনতের মাধ্যমে সারা দেশব্যাপী ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি মজবুত সাংগঠনিক ভিত্তি তৈরি করেছে। এখন প্রয়োজন ওলামায়ে কেরামের পৃষ্ঠপোষকতা, দোয়া এবং তাদের যোগ্য নেতৃত্ব।
কাউন্সিলে ড. জসিম উদ্দীন নদভীকে সভাপতি ও অধ্যক্ষ হাফেজ মাওলানা আমজাদ হোসেনকে সেক্রেটারি করে জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের নগর কমিটি ঘোষণা করেন পীর সাহেব চরমোনাই। কাউন্সিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মাওলানা গাজী আতাউর রহমান, ইসলামী চিন্তাবিদ ও গবেষক ড. আ ফ ম খালেদ হোসেন, ড. বেলাল নুর আজিজী, জামিয়া ইসলামিয়া পটিয়ার সিনিয়র শিক্ষক মাওলানা ওবাইদুল্লাহ হামযা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মাওলানা শহীদুল হক, হাফেজ মাওলানা শেখ আমজাদ হোসেন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চরমোনাই


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ