মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার চায় জার্মানির জনগণ। নতুন এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে। ওই জরিপে জার্মানির বেশিরভাগ মানুষ তাদের দেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পক্ষে মতামত দিয়েছে। বার্তা সংস্থা ডিপিএ’র হয়ে ‘ইউগভ’ নামে একটি সংস্থা জনমত জরিপ পরিচালনা করেছে। জরিপে দেখা গেছে- শতকরা ৪২ ভাগ জার্মান নাগরিক চায়- তাদের দেশ থেকে ৩৫ হাজার মার্কিন সেনা চলে যাক। তবে, শতকরা ৩৭ ভাগ জার্মান নাগরিক চায়- মার্কিন সেনারা তাদের দেশে থাকুক আর শতকরা ২১ ভাগ সিদ্ধান্তহীনতায় ভুগছে। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর প্রতি যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থন কমিয়ে দেয়ার হুমকি দিচ্ছেন তখন এ জরিপ রিপোর্ট প্রকাশ করা হলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মার্কিন সেনারা জার্মানিতে অবস্থান করছে। দেশটিতে এখনো ৩৬টি মার্কিন ঘাঁটি রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সেখানে ২০০’র বেশি ঘাঁটি ছিল। ইন্ডিপেনডেন্ট, প্রেসটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।