Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ন্যাটো সদস্যরা সম্মত হলেও ফ্রান্সের অস্বীকৃতি

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

ইউরোপ ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক জোট ন্যাটোর সদস্যরা প্রতিরক্ষা ব্যয় বাড়াতে সম্মত হয়েছেন। এখন থেকে তারা প্রতিরক্ষা খাতে পূর্বের যেকোনো সময়ের চেয়ে আরো বেশি অর্থ ব্যয় করবেন। বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে এমনটিই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের এই দাবি প্রত্যাখ্যান করেছে ন্যাটো জোটের প্রভাবশালী অংশীদার ফ্রান্স। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ সাফ জানিয়ে দেন, প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি নিয়ে তাদের মধ্যে কোনো সিদ্ধান্ত হয়নি। এ খবর দিয়েছে আল-জাজিরা। খবরে বলা হয়, বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো রুদ্ধদ্বার বৈঠকে বসে অংশীদার দেশগুলো। বৈঠক শেষে প্রেসিডেন্ট ট্রাম্প সংবাদ সম্মেলনে হাজির হন। এতে তিনি বলেন, আলোচনায় ব্যাপক অগ্রগতি হয়েছে। তিনি খুবই আনন্দিত যে, ন্যাটোর সদস্যরা প্রতিরক্ষা খাতে পূর্বের চেয়ে অনেক বেশি অর্থ ব্যয় করতে রাজি হয়েছে। ন্যাটোর প্রতি যুক্তরাষ্ট্রের দায়বদ্ধতা আরো জোরদার হয়েছে। ন্যাটো ও যুক্তরাষ্ট্রের বন্ধন দু’দিন আগের চেয়ে আরো বেশি শক্তিশালী হয়েছে। তিনি বলেন, উপস্থিত সবাই আমাকে ধন্যবাদ জানিয়েছেন। অবশেষে তারা প্রতিরক্ষা খাতে জিডিপি’র ৪ শতাংশ পর্যন্ত ব্যয় করতে রাজি হয়েছেন। এদিকে, বার্তা সংস্থা এপি’র খবরে বলা হয়েছে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন ন্যাটোর প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি নিয়ে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, ন্যাটোর সদস্যরা প্রতিরক্ষা খাতে পূর্বনির্ধারিত অর্থের বেশি খরচ করতে রাজি হননি। কয়েকটি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধি করতে সম্মত না হলে ট্রাম্প ন্যাটোর সঙ্গে যুক্তরাষ্ট্রের ৭০ বছরের সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছেন। তবে এ হুমকির খবর অস্বীকার করেছেন ম্যাক্রোন। বর্তমানে যুক্তরাষ্ট্র জিডিপি’র ৩.৫ শতাংশ অর্থ প্রতিরক্ষা খাতে ব্যয় করে। এ ছাড়া বৃটেন, পোল্যান্ড, গ্রিস ও এস্তোনিয়া বর্তমানে তাদের জিডিপি’র ২ শতাংশ অর্থ প্রতিরক্ষা খাতে ব্যয় করে। আল-জাজিরা, এপি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ন্যাটো

১১ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ