Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুদ্ধ চলবে বহু বছর -ন্যাটো মহাসচিব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০২২, ১২:০৬ এএম

গোটা ইউক্রেনই দখলে নিতে চান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফলে বছরের পর বছর ধরে এই যুদ্ধ চলতে পারে। এমনটাই বললেন সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেনস স্টল্টেনবার্গ। যদিও গত কয়েক দিনে দেখা গেছে, রুশ সেনারা পূর্ব ইউক্রেনকে টার্গেট করে চারদিক থেকে ঘিরে ধরছে। ইউক্রেনের অন্যান্য শহরগুলো থেকে সেনা প্রত্যাহার করে তা ডনবাস অঞ্চলে মোতায়েন করা হচ্ছে। কিন্তু ন্যাটো প্রধান বলছেন, পুতিন এখনো সমগ্র ইউক্রেন নিয়ন্ত্রণের স্বপ্ন থেকে সরে আসেননি। এ খবর দিয়েছে সিএনএন। খবরে জানানো হয়, চলমান যুদ্ধ নিয়ে আলোচনা করতে ব্রাসেলসে অনুষ্ঠিত হয়েছে ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন। এই আলোচনার পূর্বে সাংবাদিকদের কাছে স্টল্টেনবার্গ যুদ্ধ নিয়ে কথা বলেন। এতে তিনি বলেন, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ কয়েক বছর পর্যন্ত চলতে পারে। আমরা এখনো কোনো ইঙ্গিত দেখছি না যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার আকাক্সক্ষা থেকে সরে এসেছেন। তিনি এখনও সমগ্র ইউক্রেন দখলে নিতে চান। তাই আমাদেরকে এই দীর্ঘ যাত্রার জন্য প্রস্তুত হতে হবে। এরপরই তিনি বলেন, আমাদেরকে বাস্তবিক হতে হবে এবং বুঝতে হবে যে এই যুদ্ধ বহুদিন ধরে চলবে। সেটা কয়েক মাস হতে পারে আবার কয়েক বছরও হতে পারে। ব্রাসেলসে যেসব বিষয়ে ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীরা আলোচনা করেছেন তারমধ্যে সবথেকে বেশি গুরুত্ব পেয়েছে ইউক্রেনকে সামরিক সহায়তা বৃদ্ধির বিষয়টি। দুই দিন ধরে চলমান এই বৈঠকে ইউক্রেনকে কীভাবে আরও সামরিক সরঞ্জাম দেয়া যায় তার উপায় খুঁজে বের করবেন ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীরা। সিএনএন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ