মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বহুদিন থেকেই বলে আসছেন, তার ব্রেক্সিট পরিকল্পনা যুক্তরাজ্যের বাণিজ্যিক সম্ভাবনা বৃদ্ধিতে সহায়ক হবে। তবে বৃহস্পতিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আভাস দিয়েছেন, থেরেসার ব্রেক্সিট পরিকল্পনা সফল হবে যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কে না গিয়ে ইউরোপের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে পারে। এমন সময় ট্রাম্পের এই সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে, যখন ব্রেক্সিট প্রশ্নে যুক্তরাজ্যে ঝড় চলছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ট্রাম্পের সদ্য প্রকাশিত এই সাক্ষাৎকার থেরেসার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আভাস দিয়েছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র ব্রেক্সিট পরিকল্পনা সফল হলে তা যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তির পথে বাঁধা হয়ে দাঁড়াতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, থেরেসা মে’র পরিকল্পনা সফল হলে যুক্তরাষ্ট্র কেবল যুক্তরাজ্যের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নাও করতে পারে। এর পরিবর্তে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চু্ক্িতর পথে যেতে পারে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির রাজনীতি বিষয়ক সম্পাদক লরা কুজেনবার্গ বলেন, থেরেসা মে সবসময়েই দাবি করছিলেন ব্রেক্সিট পরবর্তী পরিকল্পনায় তাদের বাণিজ্যের সুযোগ বৃদ্ধি পাবে। রয়টার্স, বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।