Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্যাডো মিনিস্টার হলেন নাজ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

ব্রিটেনের লেবার দলের প্রধান জেরেমি করবিন ইহুদিবাদী ইসরাইল-বিরোধী একজন এমপিকে ‘শ্যাডো মিনিস্টার’ বা ‘ছায়া মন্ত্রী’ বানিয়েছেন। নাজ শাহ নামের এই এমপিকে ২০১৬ সালে ইসরাইল-বিরোধী বক্তব্য দেয়ার কারণে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। তিন সন্তানের জননী নাজ শাহ একজন মানবাধিকার বিষয়ক আইনজীবী এবং মানসিক স্বাস্থ্য বিষয়ক স্বেচ্ছাসেবী সংস্থার প্রধান। তার এই নিয়োগের পর ইসরাইলপন্থি গোষ্ঠীগুলো প্রতিক্রিয়া দেখিয়ে এমপিদের বৈঠকে বসার আহŸান জানিয়েছে। ২০১৫ সালে নাজ শাহ এমপি নির্বাচিত হওয়ার আগে ফিলিস্তিনি-ইসরাইল সংকট নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি মানচিত্র শেয়ার করেছিলেন যার ক্যাপশনে বলেছিলেন- ইসরাইলকে আমেরিকায় পুনর্বাসিত করলে ইসরাইল-ফিলিস্তিন সংকটের সমাধান হয়ে যাবে।” তিনি অন্য একটি পোস্টে ইসরাইলের ইহুদিবাদীদেরকে বলেছিলেন, “কখনো ভুলে যাবেন না যে, জার্মানিতে হিটলার যা করেছেন তা ঠিক ছিল। পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্রিটেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ