Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে মার্কিন তেল রফতানি দ্বিগুণ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

জুনে ভারতে মার্কিন অপরিশোধিত তেল রফতানির পরিমাণ রেকর্ড ছুঁয়েছে। গত বছরের তুলনায় এবার রফতানি হচ্ছে দ্বিগুণ। ইরান ও ভেনেজুয়েলা থেকে ভারত তেল আমদানি কমিয়ে দেয়ায় ট্রাম্প প্রশাসনের জন্য সুযোগ বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তার মিত্র দেশগুলোর উপর চাপ দিচ্ছে যাতে তারা নভেম্বরের মধ্যে ইরানের পণ্য আমদানির পরিমাণ শূণ্যের কোঠায় নামিয়ে আনে। সে হিসেবে ভারত তাদের আমদানি কমিয়ে আনায় যুক্তরাষ্ট্র এখন তাদের জ্বালানি অস্ত্রকে ব্যবহার করে রাজনৈতিক লক্ষ্য হাসিলের সুযোগ পেয়ে গেছে। যুক্তরাষ্ট্র এখন অন্যতম প্রধান অপরিশোধিত তেল রফতানিকারক হিসেবে আবির্ভূত হয়েছে। এপ্রিলে ১.৭৬ মিলিয়ন ব্যারেল তেল রফতানি করেছে তারা। সা¤প্রতিক সরকারী তথ্যে বিষয়টি জানা গেছে। মার্কিন তেল উৎপাদনকারী ও ব্যবসায়ীরা বলছেন, জুলাই নাগাদ যুক্তরাষ্ট্র ভারতের কাছে ১৫ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল রফতানি করবে। অন্যদিকে ২০১৭ সালে পুরো বছর জুড়ে এই পরিমাণ ছিল ৮ মিলিয়ন ব্যারেল। চীন যদি মার্কিন তেল আমদানির উপর শুল্ক আরোপ করে, তাহলে ভারতের কাছে মার্কিন তেল রফতানির পরিমাণ আরও বাড়বে। ফলে চীনের আমদানির পরিমাণ কমে যাওয়ার পাশাপাশি মার্কিন তেলের দাম পড়ে যেতে পারে। ভারতের শীর্ষ তেল পরিশোধনাগার ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশানের অর্থ বিভাগের প্রধান এ কে শর্মা বলেন, কম দামের কারণে মার্কিন তেলের ব্যাপারে আগ্রহ সৃষ্টি হচ্ছে। চীন তাদের আমদানি কমিয়ে দিলে ভারতের এই আমদানির পরিমাণ আরও বাড়তে পারে। তিনি বলেন, “চীন মার্কিন তেলের উপর শুল্ক আরোপ করলে ভারতের আমদানির পরিমাণ সম্ভবত বাড়বে। আমরা তিনি থেকে ছয় মাস সময়ের মধ্যে তিন থেকে চার কার্গো মার্কিন তেল কেনার জন্য স্বল্পকালীন চুক্তির কথা ভাবছি”। গত মাসে ভারতের তেল মন্ত্রণালয় শোধনাগারগুলোকে ইরানের তেল আমদানি কমিয়ে আনার নির্দেশ দেয়। ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে ভারত। আগামী নভেম্বর থেকে এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন হবে। ২০১৫ সালে ইরানের সাথে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও বেশ কয়েকটি ইউরোপীয় দেশ চুক্তি করেছিল। চুক্তির অধীনে ইরান তাদের পারমানবিক কর্মকাÐ কমিয়ে আনবে। অন্যদিকে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে। সাউথ এশিয়ান মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ