রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ফরিদপুর শহরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন ও পৌর কতৃপক্ষ। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে শহরের ঝিলটুলী এলাকা থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহতাব আলী মেথু, প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল, রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশারফ আলী, সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ সুলতান মাহমুদ প্রমূখ। ফরিদপুর পৌরসভার পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসাবে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ শহরের সড়কের দু পাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিস্কার কাজে অংশ নেন। এ অভিযানটি সপ্তাহ ব্যাপী চলবে বলে জানান পৌর কতৃপক্ষ। এর আগে শহরকে পরিস্কার রাখতে সরকারী সারদা সুন্দরী মহিলা কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এসময় মানববন্ধনে অংশ নেয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।