Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদ্যুৎস্পৃষ্টে মাঝি নিহত

মাধবপুর (হবিগঞ্জ) উপজেলা সংবাদদাতা: | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

হবিগঞ্জের মাধবপুরে বরযাত্রী বাহী নৌকার মাঝি বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে নিঁেখাজ হওয়ার ১৭ ঘন্টা পর নদী থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আদাঐর গ্রামের অদূরে খাস্টি নদীতে। আদাঐর ইউপি চেয়ারম্যান ফারুক পাঠান জানান, গত বুধবার দুপুর ১টার দিকে পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর গ্রাম থেকে বরযাত্রী নিয়ে নৌকা যোগে মাধবপুর উপজেলার জোয়ালভাঙ্গা কনের বাড়িতে যাওয়ার পথে আদাঐর গ্রামের অদূরে খাস্টি নদীতে হেলে থাকা বিদ্যুতের তারে নৌকার বৈঠা লেগে গিয়ে মাঝি আবুল খায়ের বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে নদীতে পড়ে যায়। এরপর তাকে আর খোঁজে পাওয়া যাচ্ছিল না। খবর পেয়ে সিলেট থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল সন্ধ্যা সাড়ে ৭টায় নদীতে উদ্ধার অভিযানে চালালেও রাত ১টা পর্যন্ত আবুল খায়েরের কোন সন্ধান পায়নি। বৃহষ্পতিবার সকাল ৭টার দিকে নদীতে লাশ ভেসে উঠলে পুলিশ তা উদ্ধার করে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী জানান, নিহত আবুল খায়ের পাশ্ববর্তী নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামের টেকপাড়া এলাকার মৃত রহমত আলীর ছেলে। দুর্ঘটনায় নৌকার মাঝি নিহতের ঘটনা ঘটলেও নৌকার আরোহীরা অক্ষত অবস্থায় রয়েছে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগেও একই স্থানে হেলে থাকা বিদ্যুতের তারে নৌকা লেগে একাধিকবার হতাহতের ঘটনা ঘটেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ