Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিনে সান্তনার খোঁজে বেলজিয়াম

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

সুযোগ নষ্টের মাশুল দিয়ে বিশ্বকাপের সেমি ফাইনাল থেকে ছিটকে পড়ায় ভীষণ হতাশ দলকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের জন্য চাঙা করার চেষ্টা চালাচ্ছেন বেলজিয়ামের কোচ রবের্তো মার্তিনেস। সেন্ত পিতার্সবুর্গ স্টেডিয়ামে গত মঙ্গলবার রাশিয়া বিশ্বকাপের প্রথম সেমি ফাইনালে ফ্রান্সের কাছে ১-০ গোলে হারে বেলজিয়াম। ৫১তম মিনিটে অঁতোয়ান গ্রিজমানের কর্নারে লাফিয়ে উঠে করা সামুয়েল উমতিতির গোলটিই মার্তিনেসের দলের বিদায় ঘণ্টা বাজিয়ে দেয়। সেট পিস থেকে গোলে হেরে যাওয়ায় বেলজিয়াম কোচের হতাশা আরও বেশি। সে সময় তিনি জানিয়েছেন, ‘আমরা তাদের প্রতিআক্রমণ নিয়ন্ত্রণ করেছিলাম। আমরাও বল পেয়েছিলাম কিন্তু ফ্রান্স যেভাবে রক্ষণ সামলেছে সেজন্য তাদের কৃতিত্ব দিতে হবে এবং আমরা গোলমুখে একটু জাদুর ছোঁয়া খুঁজে পাইনি। ভীষণ হতাশাজন মুহ‚র্তে ড্রেসিংরুম খুবই দুঃখভারাক্রান্ত। আমি চাইনা আমার কোনো খেলোয়াড়ই হতাশ হয়ে পড়ুক। কিন্তু এই আবেগ নিয়ন্ত্রণ করা কঠিন। ছেলেরা হতাশ, কেননা তারা সেমি-ফাইনালে হেরেছে এবং এখন ইতিবাচক মানসিকতা নিয়ে আরেকটা ম্যাচ খেলা তাদের জন্য কঠিন। আমাদের পুনরায় একত্রিত হয়ে এবং ধাক্কা কাটিয়ে উঠে সুযোগটা দেখা দরকার। তৃতীয় হয়ে বিশ্বকাপ শেষ করতে যাওয়ার সুযোগও সচারচর আসে না। বেলজিয়ান ফুটবলে এটা ১৯৮৬ সালে একবারই ঘটেছিল, যখন আমরা চতুর্থ হয়ে শেষ করেছিলাম।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বকাপ

২৩ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ