পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
ফিলিস্তিনের উন্নয়নের জন্য ১৫০ কোটি মার্কিন ডলার সহায়তা দিচ্ছে চীন। মঙ্গলবার বেইজিংয়ে চীন-আরব সহযোগিতা ফোরামের ৮তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিং পিং এ ঘোষণা দেন। ফিলিস্তিন ছাড়াও জর্ডান, সিরিয়া, লেবানন এবং ইয়েমেনের ৯ কোটি ১০ লাখ ডলার সহায়তা ঘোষণা করেছে চীন। ফিলিস্তিন, জর্ডান, সিরিয়া, লেবানন এবং ইয়েমেনের জন্য মোট ৬০০ কোটি ডলার সহায়তার পাশাপাশি এসব দেশের উন্নয়নে ২০ হাজার কোটি ডলার ঋণ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি। এ অঞ্চলের দেশগুলোর অর্থনৈতিক পুনরুজ্জীবনের জন্য এসব অর্থ খরচ করা হবে বলে জানিয়েছে বেইজিং। চীনের প্রেসিডেন্ট বলেন, অর্থনৈতিক পুনর্গঠন এবং তেল-গ্যাস, পরমাণু এবং জ্বালানি ক্ষেত্রে শিল্প পুনরুজ্জীবনের জন্য এসব লোন ব্যবহার করা হবে। শিং পিং বলেন, এসব লোন বিভিন্ন প্রজেক্টে ব্যবহার করা হলে তা আরব অঞ্চলে চাকুরি বাজার সৃষ্টি করার পাশাপাশি সামাজিক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন এনে দেবে। সিনহুয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।