মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রে পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া পাঁচ বছরের নিচের শিশুদের একত্রীকরণের সময় সীমা বাড়িয়েছে দেশটির একটি আদালত। অভিবাসন নীতিতে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কারণে এসব শিশু পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। মঙ্গলবারের নির্ধারিত সময়সীমার মধ্যে ১০২ জন শিশুর প্রায় অর্ধেক তাদের পরিবারের সঙ্গে একত্র হতে পারবে বলে সরকারি আইনজীবীর ঘোষণার পর আদালত এই সিদ্ধান্ত জানায়। যুক্তরাষ্ট্রে বাবা মায়ের অবৈধভাবে প্রবেশের কারণে সরকার যে ২ হাজার ৩শ শিশুকে আলাদা করা হয়েছে তারাও এর মধ্যেই রয়েছে। দেশে বিদেশে তীব্র সমালোচনার কারণে ে প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ২০ জুন এক আদেশে পরিবার থেকে বিচ্ছিন্ন শিশুদেরকে বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেয়ার নীতিতে স্বাক্ষর করেন। কিন্তু তারপরও প্রয়োজনীয় ডকুমেন্টের অভাবে ও খুঁজে না পওয়াতে অনেক শিশুকে পিতা-মাতার কছে ফেরত দিতে পারছে না কর্তৃপক্ষ। সান-ডিয়াগোর আদালতের বিচারক ডানা স্বরাও এক রায়ে বাবা-মায়ের সাথে শিশুদের একত্রীকরণের জন্য পূর্ব নির্ধারিত ২৬ জুলাইয়ের চেয়ে আরো বেশি সময় দিয়েছেন। সরকারের পক্ষে গত শুক্রবার আদালতের কাছে বাবা-মাকে খুঁজে বের করা ও তাদের পরিচয় নিশ্চিতকরণের জন্য আরো সময় চাওয়া হয়। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।