বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের মৃত মেছের মল্লিকের ছেলে প্রকৌশলী আমের আলী মল্লিক (৬২) এর লাশ গত সোমবার বিকালে পাটক্ষেত থেকে উদ্ধার করে। নিহতের ভাই বাদি হয়ে বালিয়াকান্দি থানায় হত্যা মামলা দায়ের করে। এক জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বালিয়াকান্দি থানা সূত্রে জানান, স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গেলে মেছের আলী মল্লিকের ছেলে প্রকৌশলী আমের আলী(৬২) এর লাশ পরে থাকতে দেখেন, পরিবারের কাছে খবর দিলে ঘটনা স্থলে গিয়ে লাশটি সনাক্ত করে। থানা পুলিশকে সংবাদ দিলে লাশ উদ্ধার করে মঙ্গলবার সকালে ময়না তন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা অংকুর ভট্টাচয্য জানান,এ বিষয়ে গতকাল মঙ্গলবার মৃতের ভাই মো.মারুপ আহেম্মদ(ফরমান) বাদি হয়ে বালিয়াকান্দি থানায় অজ্ঞাতনামা ব্যাক্তিদের নামে মামলা দায়ের করে। সন্দেহ জনক ভাবে উপজেলার নারুয়া ইউনিয়নের গংঙ্গারামপুর গ্রামের মৃত সুলতান মল্লিকের ছেলে আকবার মল্লিককে গ্রেফতার করে গতকাল মঙ্গলবার সকালে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে। এই হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদেরকে সনাক্ত করে গ্রেফতারের অভিযান অব্যহত আছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।