Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীতে ৭ মাদক বিক্রেতা আটক

নোয়াখালী ব্যুরো : | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০১৮, ১২:০০ এএম

 সেনবাগ ও বেগমগঞ্জ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৭ মাদক বিক্রেতাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এসময় তাদের কাছ থেকে ৭৭ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।
সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলো, সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ওবায়দুল হকের ছেলে মনিরুজ্জামান পলাশ (৩৪) ল²ীপুর জেলার সদর উপজেলার হরিণারায়ণপুর গ্রামের আব্দুর রউফের ছেলে হাবিবুর রহমান (৩৬), বেগমগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে আবুল হাশেম (৪০), একই উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামের একরামুল হকের ছেলে আদনান (৩৫), সদর উপজেলার ল²ীনারায়ণপুর গ্রামের সিরাজুল হকের ছেলে আব্দুল্যা আল মামুন (৩৮), একই এলাকার আলম মিয়ার ছেলে বলি হোসেন রাজা (৩২) ও নেয়াজপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে আহমদ করিম ফজলু (৩৫)। জানা গেছে, সোমবার দিবাগত রাত ১১টার দিকে র‌্যাব-১১ ল²ীপুর ক্যাম্পের একটি দল সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ডোমনাকান্দি গ্রামের অভিযান চালিয়ে ৪২ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ২৫হাজার ৭শ’ টাকাসহ পলাশ, হাবিবুর রহমান ও হাশেমকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকন্জ্জুামান খান এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৭ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
অপরদিকে মঙ্গলবার দুপুরে জেলার বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামের অভিযান চালিয়ে আদনান, মামুন, ফজলু ও রাজাকে ৩৫পিস ইয়াবাসহ আটক করে নোয়াখালী গোয়েন্দা পুলিশ ডিবির একটি দল। র‌্যাব-১১, সিপিসি-৩,ল²ীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক এবং অতিরিক্ত পুলিশ সুপার নরেশ চাকমা ও নোয়াখালী ডিবি পুলিশের ওসি আবুল খায়ের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদক

২২ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ