Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে মাদকবিরোধী অভিযান ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ১০৮

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০১৮, ১২:০১ এএম | আপডেট : ৯:৫৭ পিএম, ১০ জুলাই, ২০১৮

রাজধানীতে পৃথক মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দারা। গত সোমবার সকাল ৬টা থেকে গতকাল সকাল ৬টা পর্যন্ত এ অভিযান চলে।
ডিএমপির ডিসি (মিডিয়া) মো. মাসুদুর রহমান জানান, সোমবার সকাল ৬টা থেকে গতকাল সকাল ৬টা পর্যন্ত মাদক বিরোধী বিশেষ অভিযানে ৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৮৬৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৯৪৫ গ্রাম ৫০০ পুরিয়া হেরোইন, ১০ বোতল ফেন্সিডিল, ২ কেজি ১৬০ গ্রাম গাঁজা ও ২৯ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। মাদক আইনে তাদের বিরুদ্ধে ৪৮টি মামলা করা হয়েছে।
কামরাঙ্গীরচরে গ্রেফতার ২৪: এদিকে পুলিশের লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ ইব্রাহিম খান জানান, গতকাল কামরাঙ্গীরচরের মুসলিমবাগ, ইব্রাহিম নগর বালুর মাঠ, কয়লাঘাট, করিমাবাদ ও নিজামবাগ এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২০৩ গ্রাম হেরোইন, ৮৪ লিটার বাংলা/চোলাই মদ ও ১৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তারা মাদক সেবন ও বিক্রির কথা স্বীকার করেছে। পুলিশের পাশাপাশি ডগ স্কোয়াড এ অভিযানে অংশ নেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদক

২২ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ