রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
দীর্ঘদিন মাদকসেবন ও ব্যবসার সাথে জড়িত থাকার পর স্বেচ্ছায় আত্মসমর্পন করা সাত মাদকসেবী ও ব্যবসায়ীকে পূনর্বাসন করেছে বরগুনা জেলা পুলিশ। গতকাল দুপুরে বরগুনার পুলিশ লইনে তাদের ফুল দিয়ে বরণ করে নেয়ার পর শপথ বাক্য পাঠ শেষে আত্মসমর্পণ করা সাত মাদকসেবী ও ব্যবসায়ীর হাতে সেলাই মেশিন ও বিভিন্ন ব্যবসায়ীক উপকরণ তুলে দেন বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম।
পরে বরগুনা জেলা পুলিশের আয়োজনে স্বেচ্ছায় স্বভাবিক জীবনে ফিরে আসা মাদকসেবী ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন ডিআইজি মোঃ শফিকুল ইসলাম। এসময় তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসা বরগুনার অর্ধ শতাধিক মাদকসেবী ও ব্যবসায়ীদের খোঁজ খবর নেয়ার পাশাপাশি সৎ পথে স্বাভাবিক জীবন যাপনের জন্য বিভিন্ন পরামর্শ দেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক, অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ, সহকারী পুলিশ সুপার রাজিবুল হাসান ও নাজমুল হোসেন প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।