Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

নারায়ণগঞ্জে ২১ দিন পর নিখোঁজ স্বর্ণ ব্যবসায়ী খণ্ডিত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৮, ১০:৪০ এএম | আপডেট : ১১:০৬ এএম, ১০ জুলাই, ২০১৮

২১দিন নিখোঁজ থাকার পর স্বর্ণ ব্যবসায়ী প্রবীর ঘোষের খণ্ডিত লাশ উদ্ধার করেছে ডিবি পুলিশ। সোমবার রাত ১১ টা ৪৫ মিনিটে শহরের আমলাপাড়া এলাকার একটি ভবনের সেপটিক ট্যাংক থেকে কয়েকটি পলিথিনে ভরা খণ্ডিত  লাশ উদ্ধার করা হয়। লাশ ইতোমধ্যে পঁেচে গলে গেছে।

ডিবি পুলিশ বিষয়টির তদন্ত করে পিন্টু ও বাবু নামের দুইজনকে আটক করে। প্রবীর ঘোষের মোবাইল ফোন ট্র্যাকিং ও জিজ্ঞাসাবাদে পিন্টু প্রবীর ঘোষের হত্যাকান্ডের কথা স্বীকার করে। পরে তার দেখানো মতে সোমবার রাত ১১টায় শহরের আমলপাড়া এলাকার ঠান্ডু মিয়ার ভবনের সেফটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়। কয়েকটি ব্যাগে করে ট্যাংকিতে লাশ টুকরো টুকরো করে ফেলে দেয়া হয়েছিল। দন্তকারী কর্মকর্তা ডিবির এস আই মফিজুল ইসলাম সত্যতা স্বীকার করেছেন।

প্রবীর ঘোষ কালীরবাজার ভোলানাথ জুয়েলার্সের মালিক। গত ১৮ জুন থেকে সে নিখোঁজ ছিল। তাঁর সন্ধান দাবীতে ১৮ দিন ধরে বিভিন্ন সময়ে ব্যবসায়ী, নিহতের স্বজন, বিভিন্ন সংগঠন ও পরিবারের লোকজন মানববন্ধন ও সমাবেশ করে আসছিল। এর মধ্যে নিহতের পরিবার প্রশাসনের কাছে স্মারকলিপিও প্রদান করেছিল।প্রবীর নিখোঁজের ঘটনায় বাবা ভোলানাথ দাস বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় জিডি করেছিল। ওই জিডির তদন্ত পরে জেলা গোয়েন্দা পুলিশকে দেওয়া হয়।

উল্লেখ্য, ১৮ জুন সকালে সোনারগাঁও বারদী উদ্দেশ্যে যান স্বর্ণ ব্যবসায়ী প্রবীর ঘোষ। পরে সন্ধ্যা ৭টার দিকে সে নিজ বাড়িতে ফিরে আসে। রাত ৮টা ৪০ মিনিটের দিকে তার মুঠোফোনে একটি কল আসলে সে বাড়ি থেকে বের যায়। পরদিন ১৯ জুন সকালে নিখোঁজ প্রবীর ঘোষের বাবা বাদি হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি জিডি দায়ের করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ