Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যৌতুক মামলায় স্বামী জেলে

নেত্রকোনা জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

নেত্রকোনায় স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় ঝালকাঠি সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ মনিরুজ্জামানকে (৩৬) কারাগারে পাঠানো হয়েছে।
নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোঃ রোকনুজ্জামান রবিবার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। প্রভাষক মনিরুজ্জামান ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার জুগাইরহাটি গ্রামের বাবুল হাওলাদারের পুত্র। তিনি ৩৩ বিসিএস ব্যাচের সদস্য।
এ ব্যাপারে লাবণী আক্তার বাদী হয়ে ২০১৭ সনের ৪ জুন নেত্রকোনায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে ১১ এর গ ধারায় মনিরুজ্জামানকে আসামি করে যৌতুক মামলা দায়ের করেন। ওই মামলায় মনিরুজ্জামান হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নিয়ে আসেন। গত ৩ জুলাই জামিনের মেয়াদ শেষ হয়।
৪ জুলাই আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করে। গতকাল ৮ জুলাই শিক্ষক মনিরুজ্জামান আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক তার জামিনের আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মামলায়


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ