Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্পেনের নতুন কোচ লুইস এনরিকে

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

দুই বছর দায়িত্ব পালন করেছেন বার্সেলোনায়। লা লিগাসহ জিতেছেন সম্ভাব্য সবকিছুই। কাতালান ক্লাবটির হয়ে সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগও জিতেছিলেন। গত বছর বার্সা ছাড়ার পর আর কোনো দল বা ক্লাবে যোগ দেননি। এবার স্পেনের কোচ হলেন লুইস এনরিকে। দুই বছরের জন্য স্পেনের ফুটবল ফেডারেশনের সঙ্গে চুক্তি হয়েছে তার। স্প্যানিশ ফেডারেশন আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। এনরিকে নতুন কোচ হতে পারেন, শোনা যাচ্ছিল বেশ কিছু দিন থেকে। স্প্যানিশ সংবাদমাধ্যম বলছিল, সাবেক এই বার্সা ও রিয়াল খেলোয়াড় ছিলেন প্রথম পছন্দ। শেষ পর্যন্ত সেটিই ঠিক হলো। বিশ্বকাপের মাত্র দুই দিন আগে হুট করে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে নাম ঘোষণা করা হয় জোলেন লোপেতেগির নাম। ভিসেন্তে দেল বস্কের বিদায়ের পর লোপেতেগি ছিলেন স্পেনের কোচ। বিশ্বকাপে স্পেনের ডাগআউটে চলে আসেন স্পোর্টিং ডিরেক্টর ফার্নান্দো হিয়েরো। কোচ বদলের ধাক্কাটা খুব ভালোভাবে সামলাতে পারেনি স্পেন, রাশিয়ার কাছে হেরে বিদায় নিয়েছে দ্বিতীয় রাউন্ড থেকে। হিয়েরোও পদত্যাগ করেছেন এর পর। এর মধ্যে দ্রæতই নতুন কোচ হলেন এনরিকে। ৮ সেপ্টেম্বর ইংল্যান্ডের সঙ্গে প্রীতি ম্যাচ দিয়ে শুরু হবে স্পেন কোচ হিসেবে তার মিশন।



 

Show all comments
  • Sumon ১০ জুলাই, ২০১৮, ৯:৪৯ এএম says : 0
    ভালো মানের কোচ ভালো হবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বকাপ

২৩ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ