বাড়িতেই ফাইনাল দেখবেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট, ফ্রান্সের প্রেসিডেন্ট কাতারে
বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখতে কাতারে যাচ্ছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। তিনি জানান, আজ
শক্তিশালী দল নিয়ে এসেও দুর্ভাগ্যের শিকার ব্রাজিল। রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শক্তিশালী বেলজিয়ামের কাছে ২-১ গোলে হেরে ফিরে যেতে হলো টুর্নামেন্টের সবচেয়ে ফেবারিট দলটিকে। নেইমার-কৌতিনহো-উইলিয়ানরা কোয়ার্টার ফাইনালে শত চেষ্টা করেও পারেনি বেলজিয়ামের জালে দ্বিতীয়বার বল জড়াতে। স্পেন, আর্জেন্টিনা থেকে শুরু করে অন্য দেশগুলো যখন আগেই বিদায় নিয়ে দেশে ফিরেছে এবং তাদের কোচকে বিদায় করে দিচ্ছে, সেখানে ব্রাজিল হাঁটছে উল্টো পথে। ব্রাজিল ফুটবল কনফেডারেশন তাদের কোচ তিতের ওপর এতটাই সন্তুষ্ট যে, ২০২২ বিশ্বকাপ পর্যন্তই তাকে ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে রেখে দিতে চায়। ২০১৬ সালেই ৫৭ বছর বয়সী তিতের হাতে ব্রাজিল দলটিকে তুলে দিয়েছিল দেশটির ফুটবল ফেডারেশন। তিতে দায়িত্ব নেয়ার পর থেকেই বদলে যায় সেলেসাওরা। তিতে নিজের সিদ্ধান্ত এখনও জানাননি। আগামী কয়েকদিনের মধ্যেই সিদ্ধান্ত জানাবেন হয়তো। তবে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) চিন্তার সাথে মিলে যাচ্ছে তিতের চিন্তাও।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।