Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক বছর পর রাকিব-রিজভী জুটির গান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০১৮, ১২:০৭ এএম

গত বছরের জুন মাসে ঈদুল ফিতর উপলক্ষে নাট্যকার ও গীতিকার রেজাউর রহমান রিজভীর কথায় সর্বশেষ গেয়েছিলেন মিউজিশিয়ান রাকিব মোসাব্বির। লেজার ভিশনের ব্যানারে রাকিবের একক অ্যালবাম ‘আমাকে জড়িয়ে রাখো’তে রিজভীর লেখা ৩টি গানে কণ্ঠ দেন তিনি। এক বছর বিরতির পর গত ৪ জুলাই আবারো এই জুটির নতুন গান প্রকাশিত হলো। টোন ফেয়ারের ব্যানারে ‘ভালোবাসার মেইল ট্রেন’ শিরোনামের গানটি টিউন ফ্যাক্টরীর ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। রিজভীর কথায় গানটিতে কণ্ঠ দেবার পাশাপাশি সুর ও সংগীত করেছেন রাকিব মোসাব্বির নিজেই। গানটি প্রসঙ্গে রাকিব মোসাব্বির বলেন, রিজভী ভাইয়ের সঙ্গে কাজ করছি ৬ বছর ধরে। এ পর্যন্ত তার সঙ্গে অনেকগুলো গানের কাজ করেছি। অন্য কোন গীতিকারের সঙ্গে এতো কাজ করা হয়নি। আগামীতেও আমাদের দুজনের আরো কিছু গান শ্রোতারা পাবেন বলে আশা করছি। রিজভী বলেন, আমার প্রথম প্রকাশিত গানটি করেছিল রাকিব মোসাব্বির। রাকিবের সঙ্গে গানের কাজ করে আমি নিজেও বেশ কমফোর্ট ফিল করি। আমাদের দুজনের নতুন প্রকাশিত ‘ভালোবাসার মেইল ট্রেন’ গানটিও বেশ দারুণ হয়েছে। আশা করি সকলের কাছে গানটি ভালো লাগবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ