Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লেলিনের লায়লা মজনু

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০১৮, ১২:০৭ এএম

প্রকাশিত হয়েছে সুরকার-সংগীতপরিচালক ও কন্ঠশিল্পী লেলিনের ‘লায়লা মজনু’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও। গানটি লিখেছেন তারেক তুহীন। গানটিতে কন্ঠ দেয়ার পাশাপাশি সুর ও সংগীত পরিচালনা করেছেন লেলিন নিজেই। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন আবদুল আল মামুন। মডেল হয়েছেন নাবির ও রিয়েলি।মিউজিক ভিডিওটি প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস মিউজিক। মিউজিক ভিডিওটি প্রসঙ্গে লেলিন বলেন, গানটির কথাগুলো চমৎকার। আমি কথার সঙ্গে মিল রেখে সুর ও সঙ্গীতায়োজন করেছি। মিউজিক ভিডিওটিও নির্মাতা সুন্দর ভাবে নির্মাণ করেছেন। আশা করছি ভালো লাগবে। এদিকে লেলিন নিজের গানের পাশাপাশি অন্যের গানেরও সুর ও সংগীত পরিচালনা করছেন। স¤প্রতি তার সুর ও সংগীতে নার্গিসের মালেকাবানু গানের মিউজিক ভিডিওটি শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। এটি লিখেছেন এন আই বুলবুল।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ