Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিইউজের সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী নির্বাচন দাবি

বিএফউজের নির্বাচন প্রসঙ্গে জলিল-কাজল-মধু পরিষদের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০১৮, ১২:০৫ এএম

 “বিএফইউজের সদ্যবিদায়ী কমিটির মহাসচিবের ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত অবহেলার কারণে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচন স্থগিত করা হয়েছে। অন্যদিকে ২০১৭ সালের ২৯ নভেম্বরের মধ্যে বিএফইউজের নির্বাচন করার আইনি বাধ্যবাধকতা থাকলেও বিদায়ী কমিটি সেটি করেননি। তারা অবৈধভাবে ক্ষমতা আঁকড়ে রাখতে নির্বাচন বিলম্বতি করেছেন। সেই একই গোষ্ঠী আবারও নিজেদের স্বার্থ হাসিলে বিএফইউজের নির্বাচন বানচালের অপচেষ্টা করছেন। সাংবাদিক সমাজ তাদের সে সুযোগ দেবে না। আমরা অতিদ্রæত ডিইউজের (ঢাকা ইউনিয়ন অব জার্নালিস্ট) সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী বিএফইউজের নির্বাচন দাবি করছি।”
গতকাল রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোটার্স ইউনিটির (ডিআরইউ) সাগর রুনি মিলনায়তনে জলিল-কাজল-মধু পরিষদের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিষদের মহাসচিব পদপ্রার্থী জাকারিয়া কাজল এসব কথা বলেন।
এ সময় পরিষদের সভাপতি প্রার্থী আবদুল জলিল ভুঁইয়া, কোষাধ্যক্ষ প্রার্থী মধুসূধন মÐল, যুগ্ম মহাসচিব প্রার্থী নাসিমা সোমা এবং সদস্য পদপ্রার্থী শেখ মামুনুর রশিদ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাকারিয়া কাজল।
লিখিত বক্তব্যে জাকারিয়া কাজল বলেন, ‘প্রার্থীরা বিভিন্ন জেলায় গিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা ও প্রস্তুতি শেষ করে শেষ সময়ে নির্বাচন স্থগিতের খবর শুনতে পান। যা খুবই বেদনাদায়ক। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে প্রার্থীদের এক বৈঠকে প্রতিদ্ব›িদ্ব সভাপতি, সহ-সভাপতি, মহাসচিব ও কোষাধ্যক্ষরা নির্ধারিত তারিখে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে লিখিতভাবে সম্মতি দেন। কিন্তু বিদায়ী মহাসচিবের আপত্তিতে প্রধান নির্বাচন কমিশনার আদালতের বিষয়টির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত ঘোষণা করেন।’
এক প্রশ্নের জবাবে বিএইউজ সাধারণ সাংবাদিকদের সংগঠন দাবি করে কাজল বলেন, ‘ট্রেড ইউনিয়ন সাধারণ সাংবাদিকদের সংগঠন। এটি কারো বিনিয়োগ বা মুনাফা করার জায়গা না। ফলে এখানে বিনিয়োগের কোনো সুযোগ নেই। তিনি বিষয়টির সমাধানে আইনি পদক্ষেপ গ্রহনসহ ডিইউজের সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী নির্বাচন দাবি করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন

২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ